shono
Advertisement

Breaking News

‘ভগবান রামকেও বনবাসে যেতে হয়েছিল, প্রধানমন্ত্রী কাপুরুষ’, মোদিকে তোপ প্রিয়াঙ্কার

'আমার পরিবারের রক্তে এই দেশের গণতন্ত্র লালিত', বলছেন প্রিয়াঙ্কা।
Posted: 01:06 PM Mar 26, 2023Updated: 02:06 PM Mar 26, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: দাদা রাহুল গান্ধীকে কি ঘুরিয়ে ভগবান রামচন্দ্রের সঙ্গে তুলনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী? দিল্লির সত্যাগ্রহের মঞ্চ থেকে কংগ্রেসের সাধারণ সম্পাদক বললেন, ভগবান রামচন্দ্রকেও তো বনবাসে যেতে হয়েছিল। ওরা কি রামচন্দ্রকেও পরিবারবাদী বলবে? আমার পরিবারের রক্তে এই দেশের গণতন্ত্র লালিত।

Advertisement

রাহুলের (Rahul Gandhi) সমর্থনে রাজঘাটের ধরনায় আজ কংগ্রেসের তাবড় শীর্ষ নেতা উপস্থিত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, পি চিদম্বরম, অধীর চৌধুরীরা (Adhir Chowdhury)। সেই সত্যাগ্রহের মঞ্চ থেকে প্রিয়াঙ্কা বললেন, আপনারা আমাদের পরিবারবাদী বলেন। আমাকে বলুন তো ভগবান রামও কি পরিবারবাদী ছিলেন? আমাদের পরিবারের সদস্যরা এই দেশের জন্য শহিদ হয়েছিলেন, সেজন্য কি আমাদের লজ্জিত হওয়া উচিত? আমাদের রক্ত দিয়ে এদেশের গণতন্ত্র লালিত হয়েছে।

[আরও পড়ুন: দিল্লিতে তেরঙ্গা সরিয়ে খলিস্তানি পতাকা ওড়ানোর হুমকি! অডিও ফাইল ঘিরে চাঞ্চল্য]

প্রিয়াঙ্কার অভিযোগ, লাগাতার তাঁর পরিবারকে আক্রমণ করে যাচ্ছে বিজেপি নেতারা। অথচ তাদের কোনও শাস্তি হয় না। কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক বলছেন, “আমার বাবাকে সংসদে অপমান করা হয়েছে। আমার দাদাকে মীর জাফর (Mir Jafar) বলা হয়েছে। সংসদে আমার মাকে অপমান করা হয়। আপনার একজন মুখ্যমন্ত্রী বলে দিলেন, রাহুল গান্ধীর (Priyanka Gandhi) বাবার ঠিক নেই। অথচ তাঁর বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হল না।” রাহুলের পাপ্পু বদনাম নিয়েও এদিন ফুঁসে উঠেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন,”আমার দাদা হার্ভার্ড আর কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা পেয়েছে। অথচ ওরা আমার দাদাকে পাপ্পু বলে। কিন্তু এবার ওরা ভালই টের পেয়েছে রাহুল পাপ্পু নয়, মানুষের সমস্যা বোঝে। তাই রাহুলকে বেকায়দায় ফেলতে চাইছে।”

[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ‌্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]

কংগ্রেস (Congress) নেত্রী এদিন বিস্ফোরক একটি অভিযোগও করেছেন। তিনি দাবি করেছেন, “রাহুলের বিরুদ্ধে যে পূর্ণেশ মোদি মামলা করেছিলেন, ১ বছর আগে তিনি মামলাটি বন্ধ করে দেন। কিন্তু রাহুল আদানিদের বিরুদ্ধে ভাষণ দেওয়ার পরই মামলাটি ফের খোলা হয়েছে।” বস্তুত প্রিয়াঙ্কা এদিন বুঝিয়ে দিয়েছেন, রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যাওয়াটাকে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি উজ্বল করতে পুরোদস্তুর চেষ্টা চালিয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement