shono
Advertisement

বড়দিনের আগেই খুলছে পুরীর মন্দির, একাধিক বিধি মেনেই দর্শনার্থী প্রবেশের অনুমতি

কবে থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশের অনুমতি পাবেন, জেনে নিন।
Posted: 09:51 PM Dec 12, 2020Updated: 09:55 PM Dec 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের আগেই খুলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দির (Puri Temple)। সূত্রের খবর, আগামী ২৩ ডিসেম্বরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। ৩১ তারিখ অর্থাৎ বছরের শেষদিন পর্যন্ত জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। যদিও এই সময়ে শুধুমাত্র পুরীর বাসিন্দারাই দেখতে মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। শনিবার এ নিয়ে মন্দির কর্তৃপক্ষের বৈঠকে নেওয়া হয়েছে বেশ কয়েকটি সিদ্ধান্ত। আগামী সপ্তাহে মন্দির কর্তৃপক্ষ ছাড়পত্রের জন্য ওড়িশা সরকারকে এই প্রস্তাব পাঠাবে বলে জানিয়েছেন শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক কৃষাণ কুমার।

Advertisement

করোনা (Coronavirus) আবহে গত মার্চ মাস থেকে দেশের অন্যান্য ধর্মীয় স্থানের মতো বন্ধ হয়ে গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরও। আনলক পর্বে ধীরে ধীরে দেশের অন্যান্য মন্দির খুললেও এই মন্দিরটা বন্ধই ছিল। করোনা কালে হাজারও আইনি টানাপোড়েনের পর বাতিল হয়েছে রথযাত্রাও (Rathyatra)। সংক্রমণের আশঙ্কায় জমায়েত একেবারে নিষিদ্ধ করে শুধুমাত্র প্রথাটুকুই পালিত হয়েছে। এসবের পর শনিবারের বৈঠকে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল মন্দির আবার খোলা (Reopen) হবে বড়দিনের আগেই। তবে ধাপে ধাপে দর্শনার্থীদের প্রবেশ ছাড়পত্র দেওয়ার পক্ষে কর্তৃপক্ষ। সেইমতো সূচিও তৈরি করা হয়েছে –

  • ২৩ থেকে ৩১ ডিসেম্বর – পুরীর বাসিন্দারাই শুধুমাত্র মন্দিরে প্রবেশ করতে পারবেন।
  • ১ ও ২ জানুয়ারি – দেবদর্শন বন্ধ মন্দিরে।
  • ৩ জানুয়ারি থেকে সকলের জন্য খুলছে মন্দিরের দ্বার। সপ্তাহে ৫০০০-এর বেশি দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ। পরবর্তীতে পরিস্থিতি বুঝে তা বাড়ানো হতে পারে।

[আরও পড়ুন: বাংলায় ভাল ফল হবে, বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর দাবি AIMIM প্রধানের]

জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে জগন্নাথ মন্দির দর্শনে গেলে বেশ কয়েকটি নিয়ম মেনে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের –

  • কোভিড-১৯’এর মূল নিয়ম অর্থাৎ মাস্ক পরে, হাত স্যানিটাইজারে পরিষ্কার করে, শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।
  • দর্শনার্থীদের কোভিড (COVID-19) নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতে হবে। RT-PCR এবং ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্টই এক্ষেত্রে গ্রহণীয়।
  • জগন্নাথদেবকে ফুল এবং প্রদীপ দিয়ে পুজো দেওয়ার ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট বিধি।
  • মন্দিরের বাইরে এবং ভিতরে দর্শনার্থীদের লাইন কেমন হবে, তা নতুনভাবে স্থির করা হয়েছে।

[আরও পড়ুন: তান্ত্রিকের পরামর্শে গলার নলি কেটে শিবলিঙ্গে রক্ত অর্পণ! প্রাণ হারালেন যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement