সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থনীতি হোক কিংবা কোনও সামাজিক প্রসঙ্গ, নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বহুবার তোপ দেগেছেন রিজার্ভ ব্যাংকের (RBI) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan)। এবার কংগ্রেসের (Congress) ‘ভারত জোড়ো যাত্রা’য় (Bharat Jodo Yatra) দেখা গেল তাঁকে। রাজস্থানের (Rajasthan) পথে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে পায়ে পা মেলালেন রাজন। ভারত জোড়ো যাত্রায় রাজনের অংশ নেওয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
শুরু থেকে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের প্রখ্যাতদের দেখা গিয়েছে। বুধবার রাজস্থানের সোয়াই মাধোপুরে রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভার্নরকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাঁটতে হাঁটতে শীর্ষ কংগ্রেস নেতার সঙ্গে কোনও বিষয়ে আলাপচারি রাজন। রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভার্নর। তবে এর আগেও স্বক্ষেত্রে প্রখ্যাতদের ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে।
[আরও পড়ুন: ল্যাপটপে ভুয়ো নথি ঢুকিয়ে স্ট্যান স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক, দাবি মার্কিন ফরেনসিক সংস্থার]
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন সমাজকর্মী মেধা পাটেকর (Medha Patkar), স্বঘোষিত ধর্মগুরু নামদেভ দাস ত্যাগী ওরফে কম্পিউটার বাবা (Computer Baba)। এছাড়াও অভিনেতা স্বরা ভাস্কর (Swara Bhasker), অমল পালেকর (Amal Palekar), রিয়া সেন (Riya Sen), বক্সার বিজেন্দ্র সিংকে (Vijenra Singh) রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে। ভারত জোড়ো যাত্রায় তারকাদের অংশগ্রহণ নিয়ে কটাক্ষ করেছিল বিজেপি (BJP)। তারা অভিযোগ করেছিল, যাত্রায় অংশ নিতে ঘণ্টা হিসেবে তারকাদের টাকা দিচ্ছে কংগ্রেস। পালটা প্রতিক্রিয়ায় কংগ্রেসের পাশাপাশি গেরুয়া শিবিরের এই মন্তব্যের তীব্র নিন্দা করেন ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া অভিনেতারা।
[আরও পড়ুন: ‘আধমরা হলেও ধ্বংস করা যাবে না ভারতকে’, তাওয়াং পরিস্থিতি নিয়ে চিনকে কড়া বার্তা মোদির]
উল্লেখ্য, দেশের প্রধান বিরোধী দলের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, রাষ্ট্রীয় ঐক্যের বার্তা দেওয়া কর্মসূচি ভারত জোড়ো যাত্রা শেষ হবে কাশ্মীরে। আগামী বছর ২৬ জানুয়ারি, অর্থাৎ কিনা প্রজাতন্ত্র দিবসের দিন তা ঐতিহাসিক যাত্রার সমাপ্তি হতে পারে।