shono
Advertisement

RBI গভর্নর থাকাকালীন এত কম বেতন পেতেন রঘুরাম রাজন! জানলে চমকে যাবেন

একজন ছাপোষা সরকারি কর্মীর থেকেও কম রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বেতন!
Posted: 09:20 PM Dec 26, 2023Updated: 09:20 PM Dec 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি আরবিআইয়ের (RBI) গভর্নর থাকাকালীন বছরে বেতন পেতেন মাত্র ৪ লক্ষ টাকা। এমনই দাবি করলেন রঘুরাম রাজন (Raghuram Rajan)। সেই হিসেবে যা মাসে দাঁড়ায় ৩৩ হাজার টাকার সামান্য বেশি। এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। সেই সঙ্গে তাঁর আরও দাবি, কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর হিসাবে তিনি কোনও পেনশন পান না।

Advertisement

ঠিক কী বলেছেন রঘুরাম? রাজ শামানির পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, ”আমি জানি না এখন বেতন করত। কিন্তু আমার সময়ে বছরে ৪ লক্ষ টাকা বেতন পাওয়া যেত। তবে সবচেয়ে লাভের ছিল বাড়িটা। একটা বড় বাড়ি। সেটাও মুম্বইয়ের মালাবার হিলে ধীরুভাই আম্বানির বাড়ির কয়েক ব্লক পরেই।”

[আরও পড়ুন: লোকালয়ে ঢুকে পাঁচিলে বসে রোদ পোহাচ্ছে বাঘ! আতঙ্কে কাঁটা স্থানীয়রা, ভিডিও ভাইরাল]

উল্লেখ্য, ২০১৩ সালের সেপ্টেম্বরে আরবিআই গভর্নরের দায়িত্ব পান রঘুরাম। তখন মনমোহন সিং জমানা। পরের বছরই ক্ষমতায় আসে মোদি সরকার। ২০১৬ পর্যন্ত তিনি গভর্নরের দায়িত্ব সামলেছেন। কিন্তু কোনও পেনশন পান না তিনি। তবে এর কারণও ব্যাখ্যা করেছেন নিজেই। বলছেন, ”আসলে অধিকাংশ আরবিআই গভর্নরই আমলা। তাই সেই বাবদ তাঁরা পেনশন পান। কিন্তু গভর্নরের পেনশন পান না।” তবে পেনশন না পেলেও তিনি চিকিৎসা সংক্রান্ত খরচ পেয়েছিলেন বলে দাবি তাঁর।

[আরও পড়ুন: বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে ১১টি এলাকা, হুমকি ই-মেল পেল রিজার্ভ ব্যাঙ্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement