সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) কোচিং সেন্টারের দুর্ঘটনায় সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, তিন পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। একে 'সিস্টেমের যৌথ ব্যর্থতা' বলে অভিহিত করে তিনি জানিয়েছেন, প্রত্যেক নাগরিকের সুরক্ষা সরকারের দায়ভার। এদিকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও।
ঠিক কী হয়েছিল? পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরে ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টার’। সেখানে বহু পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন। বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টারের লাইব্রেরি। সেখানেই পড়াশোনা করছিলেন কয়েকজন। দমকল সূত্রে জানানো হয়েছে, আচমকাই বেসমেন্টে জল ঢুকতে শুরু করলে জলমগ্ন হয়ে পড়েন পড়ুয়ারা। কয়েকজনকে উদ্ধার করা গেলেও শেষপর্যন্ত জলে ডুবে মারা যান তিন পড়ুয়া। প্রায় ৪ ঘণ্টা পর তাঁদের দেহ উদ্ধার হয়। রবিবার গ্রেপ্তার করা হয়েছে কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরকে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
[আরও পড়ুন: নীতি আয়োগে মাইক বন্ধ ইস্যুতে মমতার পাশে বিরোধীরা, অভিযোগ খারিজ কেন্দ্রের]
এদিকে এই দুর্ঘটনা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ''দিল্লিতে একটি বাড়ির বেসমেন্ট জলমগ্ন হয়ে পড়ার কারণে পড়ুয়াদের মৃত্যু খুবই দুঃখজনক। কয়েকদিন আগে বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। শোকাহত পরিবারের সকলের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। পরিকাঠামোর এমন ধস আসলে সিস্টেমের যৌথ ব্যর্থতা। নিরাপদ ও সুখকর জীবন প্রতিটি নাগরিকের অধিকার এবং সরকারের দায়িত্ব।''
প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও! যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। হৃদেশ চৌহান নামের এক ইউজার এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে লেখেন, 'আমি ওই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা পড়ুয়াদের একজন। ১০ মিনিটের মধ্যে জলে ভরে যায় বেসমেন্ট। তখন বাজে ৬টা ৪০। পুলিশে খবর যায়। কিন্তু তারা ৯টার আগে আসতে পারেনি। ততক্ষণে আমার ৩ জন সহপাঠীর মৃত্যু হয়েছে।'