সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাতায়-কলমে তিনি এখনও বিজেপি নেতা। বিধায়ক থেকে সাংসদ হয়ে রাজ্যপাল, সব পদই পেয়েছেন বিজেপির (BJP) দৌলতেই। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই বিজেপির বিরুদ্ধেই তোপ দেগে চলেছেন সত্যপাল মালিক। পুলওয়ামা, আদানি ইস্যুতে বিজেপি সরকারকে আগেই অস্বস্তিতে ফেলেছেন, এবার সত্যপাল মালিক বলে দিলেন, এই বিজেপি সরকারের আয়ু আর মাত্র ৬ মাস। কোনওভাবেই এরা আর ক্ষমতায় ফিরবে না।
সোশ্যাল মিডিয়ায় সত্যপাল মালিকের (Satyapal Malik) সঙ্গে একটি আলাপচারিতার ভিডিও প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পুলওয়ামা কাণ্ড থেকে আদানি প্রসঙ্গ-সহ নানা বিষয়ে কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালকে প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা। রাহুলের করা প্রশ্নের জবাবে ফের একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছেন সত্যপাল। ফের তিনি বলে দিয়েছেন, পুলওয়ামা কাণ্ডের জন্য দায়ী সরকারের গাফিলতিই।
[আরও পড়ুন: যত রহস্য বেজিংয়ে! দুই মন্ত্রী উধাও, এবার আরও দুজনকে সরিয়ে দিল চিন]
সত্যপালের কথায়,”আমি বলছি না যে বিজেপি (BJP) পুলওয়ামা ঘটিয়েছে। কিন্তু এটা স্পষ্ট, ওঁদের গাফিলতিতেই এমনটা হয়েছে। তাছাড়া এই ঘটনাকে ওরা রাজনৈতিক প্রচারের হাতিয়ার করেছে।” কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের দাবি, পুলওয়ামা নিয়ে আগেই তিনি মুখ খুলতে চেয়েছিলেন। কিন্তু খোদ প্রধানমন্ত্রী তাঁকে বারণ করেন। কিছুদিন আগে সত্যপাল আদানি গোষ্ঠীর (Adani Group) দুর্নীতি এবং তাঁদের সঙ্গে বিজেপি নেতা রাম মাধবের যোগাযোগ নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছিলেন। রাহুলকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিযোগেও ফের সরব হন তিনি।
[আরও পড়ুন: এবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত কানাডা! গুলিবিদ্ধ হয়ে মৃত তিন শিশু-সহ ৫]
মণিপুর তথা উত্তরপূর্ব ভারতে অশান্তির জন্যও বিজেপিকে দায়ী করেছেন সত্যপাল। তিনি ওই সাক্ষাৎকারে বলেন, ‘‘উত্তর-পূর্বাঞ্চল এতদিন শান্ত ছিল, ওরাই অশান্ত করেছে। তবে আর মাত্র ছ’মাস। লিখে রাখুন, ওরা আর ক্ষমতায় ফিরবে না।’’ সাক্ষাৎকারে আগাগোড়া রাহুল গান্ধী ছিলেন মূলত স্রোতার ভূমিকায়। এই কথাটিতে সম্ভবত তিনিই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন।