সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর৷ কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল দুবাইয়ের একটি পাঁচ তারা হোটেলে কংগ্রেস সভাপতির রাজকীয় ব্রেকফাস্টের ছবি৷ বলা হয়েছিল গরুর মাংস-সহ নাকি ব্রেকফাস্ট করেছেন তিনি৷ তবে এবার বিতর্কের সূত্রপাত অভিনেত্রী তথা ‘পর্নস্টার’ নাতালিয়া ব়্যামোসের সঙ্গে রাহুলের একটি ছবিকে কেন্দ্র করে৷ ছবিটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন রসিক কমেন্ট৷ ছবিটি শেয়ারও হয়েছে প্রচুর৷ তবে ছবিটির সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন৷
[মেঘালয়ের অভিশপ্ত খনিতে দেহের সন্ধান পেল নৌসেনা ]
২০১৮-র ৫ ডিসেম্বর এই ছবিটি আপলোড করা হয় আত্মারাম থাপালিয়া নামের এক ফেসবুক ইউজারের প্রোফাইল থেকে৷ ক্যাপশনে রাহুলকে “পৈতেধারী ব্রাহ্মণ” বলে কটাক্ষ করেন ওই ব্যক্তি৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রায় হাজারের কাছাকাছি শেয়ার হয় পোস্টটি৷ একজন পর্নস্টারের সঙ্গে কী করছেন রাহুল গান্ধী, এই প্রশ্ন তোলেন অনেকেই৷ অনেকে রসিকতা করেন ছবিটিকে ঘিরে৷ একাংশ আবার ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন৷ অবশেষে ছবিটির সত্যতা যাচাই করতে নামে ‘ইন্ডিয়া টুডে’৷ সত্যানুসন্ধান করতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷
[সাংবাদিক হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজা রাম রহিমের]
জানা গিয়েছে, ২০১৭-র ১৪ সেপ্টেম্বর ছবিটি তাঁর ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে আপলোড করেছিলেন নাতালিয়া৷ এর ঠিক আগের দিন অর্থাৎ ১৩ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসে একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তিনি৷ যেখানে অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাহুল গান্ধী৷ কংগ্রেস সভাপতির বক্তৃতা শুনে আপ্লুত হয়ে যান নাতালিয়া এবং তাঁর সঙ্গে একটি ছবি তোলেন উনি৷ ছবির ক্যাপশনে ওই আলোচনা সভার আয়োজক ও রাহুল গান্ধীকে ধন্যবাদও জানিয়েছেন নাথালিয়া৷ এমনকী, সত্যতা যাচাই করে ‘ইন্ডিয়া টুডে’ জানতে পেরেছে নাতালিয়ার আসল পরিচয়ও৷ সংবাদ গোষ্ঠীটি জানতে পেরেছে, পর্নস্টার বলা হলেও নাথালিয়া ব়্যামোস আসলে একজন মার্কিন অভিনেত্রী৷ ২০১১-তে নিকলোডিয়ান চ্যানেলে মুক্তি পাওয়া টিভি সিরিজ ‘House of Anubis’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি৷ কাজ করেছেন আরও অনেক ছবিতে৷ যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন’৷
The post ‘পর্নস্টারের’ সঙ্গে এক ফ্রেমে রাহুল গান্ধী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.