সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'নো ফ্লাই জোনে'র অজুহাতে গতকাল আকাশে ওড়ার অনুমতি পায়নি লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেনের কপ্টার। ওই ঘটনায় ক্ষুব্ধ বিরোধী শিবির কমিশনে লিখিত অভিযোগ জানায়। শনিবার মহারাষ্ট্রের অমরাবতীতে রাহুলের ব্যাগ তল্লাশি নিয়ে একপ্রস্থ নাটক হল। কংগ্রেস নেতাকর্মীদের বক্তব্য, ষড়যন্ত্র করে বেছে বেছে ইন্ডিয়া জোটের নেতাদের হেনস্থা করা হচ্ছে।
প্রকাশ্যে এসেছে অমরাবতীতে রাহুল গান্ধীর হেলকপ্টার এবং ব্যাগ তল্লাশির ভিডিও। সেখানে দেখা গিয়েছে, নির্বাচনী কমিশনের একদল আধিকারিক কংগ্রেস নেতার দাঁড়িয়ে থাকা কপ্টারে তল্লাশি চালাচ্ছেন। খানিক দূরে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল। কমিশনের লোকেদের ব্যাগ তল্লাশি সম্পূর্ণ হলে দলীয় নেতাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
ব্যাগ তল্লাশি নিয়ে প্রথমবার বিতর্ক হয় শিব সেনা নেতা উদ্ধব ঠাকরের অভিযোগে। কমিশনের আধিকারিকেরা মারাঠী নেতার ব্যাগ তল্লাশি করায় তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতাদের ব্যাগেও তল্লাশি হবে। এর পরই গতকাল 'নো ফ্লাই জোনে'র অজুহাতে আকাশে ওড়ার অনুমতি দেওয়া হয়নি রাহুল, হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রীর কপ্টারটিকে। এই ঘটনার পর কমিশনকে চিঠি লেখে হাত শিবির। অভিযোগ করা হয়েছে, নির্বাচনী প্রচারে সকলের সমান অধিকার থাকা উচিৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচার অন্য সকলের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না।
কমিশনকে লেখা চিঠিতে জয়রাম রমেশ অভিযোগ করেন, শুক্রবার দুপুর ১.১৫-তে গোড্ডা থেকে আকাশে ওড়ার অনুমতি নেওয়া ছিল রাহুল গান্ধীর কপ্টারের। তবে নির্ধারিত সময়ে তাঁর কপ্টার আকাশে উড়তে দেওয়া হয়নি। বিরোধী দলনেতাকে জানানো হয়, আশেপাশের অন্য নেতাদের প্রটোকলের কারণে নো ফ্লাই জোন লাগু রয়েছে। এই ঘটনার জেরে রাহুল গান্ধীর সমস্ত সভা হয় বিলম্বিত হয়েছে, অন্যথায় বাতিল করা হয়েছে। এই ধরনের ঘটনা বন্ধ করতে কমিশনের কাছে আবেদন জানাচ্ছি আমরা।