shono
Advertisement

‘একমাস ধরে চিনের নামটাও নেননি প্রধানমন্ত্রী’, নাকু লা সংঘর্ষ নিয়ে তীব্র কটাক্ষ রাহুলের

প্রধানমন্ত্রীর নীতির জন্য আগ্রাসনের সাহস পাচ্ছে চিন, দাবি রাহুলের।
Posted: 04:17 PM Jan 25, 2021Updated: 04:17 PM Jan 25, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিকিমের নাকু-লায় মুখোমুখি ভারত-চিন বাহিনী। সংঘর্ষও বেঁধেছিল দু’পক্ষের মধ্যে। এবার সেই চিনের আগ্রাসন নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কটাক্ষ, “চিন ক্রমাগত ভারতে জমি দখল করছে। আর প্রধানমন্ত্রী গত এক মাসে একবারও চিনের নাম মুখে আনেননি।” ভারত-চিন সমস্যার সমাধান হবে কীভাবে, এদিন সেই পথও বাতলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

Advertisement

রাহুলের দাবি, দেশের অর্থনীতিকে ধ্বংস করছে প্রধানমন্ত্রী নীতি। আর তাই চিন আগ্রাসী পদক্ষেপ করার সাহস পাচ্ছে। এ প্রসঙ্গে টুইটারে তিনি লেথেন, “দেশের প্রধান শক্তি অর্থনীতি, যুব সমাজ এবং শান্তিপূর্ণ সমাজ। প্রধানমন্ত্রী তাঁর ধনকুবের বন্ধুদের সহায়তা করতে গিয়ে দেশের কৃষক-শ্রমিকদের ক্ষতি করছেন। ভারতকে ফাঁপা করে দিচ্ছে। এটা নাহলে চিন আগ্রাসী হওয়ার সাহস পেত না।” গত কয়েক মাস ধরেই চিনের প্রতি কেন্দ্রের নীতি নিয়ে বারবার সরব হয়েছেন রাহুল। এদিনও তার ব্যতিক্রম হল না।

[আরও পড়ুন : নির্মম! তন্ত্রসাধনার নামে দুই কন্যাকে বলি, আটক শিক্ষক দম্পতি]

আপাতত তামিলনাড়ুতে রয়েছেন রাহুল। সেখানকার এক অনুষ্ঠানের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই জনসভাতেও কেন্দ্রের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেছেন রাহুল। তাঁর কথায়, “ভারতের শিল্প-বাণিজ্য যদি শক্তিশালী হত, তাহলে এ ধরণের ঘটনা ঘটত না। চিনে তখন ভারতীয় গাড়ি চলত। চিনারা ভারতীয় বিমানে চলাফেরা করতেন। কিন্তু সেটা হচ্ছে না। কারণ দেশের সরকার কৃষক-শ্রমিকদের বদলে ভারতীয় সেনাকে ব্যবহার করছে। আর কৃষক-শ্রমিকরা শক্তিশালী হলে চিনের বিরুদ্ধে সেনার প্রয়োজন পড়ত না। কারণ ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে চিন ভয় পেত।”

[আরও পড়ুন : গালওয়ানের পর সিকিমের নাকু লা! লাল ফৌজের সঙ্গে হাতাহাতি, অনুপ্রবেশ রুখলেন ভারতীয় জওয়ানরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement