সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনা ভুবনেশ্বরে। নির্মীয়মান রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। গুরুতর আহত হয়েছেন ৫ জন। এখনও প্রায় ১০ জন ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভুবনেশ্বরের বামিখাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ব্রিজ চাপা পড়ে মারা যান ওই দুই ব্যক্তি। ঘটনার পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিকরা। শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনার সময় প্রায় ১৫ জন শ্রমিক ওই ব্রিজের কাজ করছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মৃত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, আহতদের বিনা খরচায় চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে জানিয়েছেন তিনি। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
[মোদি, যোগীর ছবি এঁকে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত মুসলিম মহিলা]
দমকল সূত্রে খবর ৩৯ বছরের ব্যবসায়ী সত্য প্রামাণিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর মেয়ে শীতল আশঙ্কাজনক অবস্থায় এইমস হাসপাতালে ভরতি। অন্যান্য আহতদের ক্যাপিটাল হাসপাতাল, এইমস ও অন্যান্য হাসপাতালে ভরতি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা দল। তবে রাত হয়ে যাওয়ায় কিছুটা ব্যাহত হয়েছে কাজ।
[মোবাইল কানে বাইকে সওয়ার পুলিশ, ভিডিও তোলায় জুটল থাপ্পড়]
বড় বড় ক্রেন ও জেসিবি মেশিন এনে উদ্ধার কাজ চালাচ্ছেন কর্মীরা। গোটা ঘটনার পিছনে গাফিলতি রয়েছে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। কড়া শাস্তি হবে দোষ প্রমাণিত হলে, এই হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাণ্ডা ইনফ্রাস্ট্রাকচার নামে একটি সংস্থা এই ব্রিজ তৈরির বরাত পেয়েছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই সংস্থার আধিকারিকদের তলব করা হয়েছে। তবে দোষী প্রমাণিত করার আগে উদ্ধার কাজ গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজের প্লাস্টারের কাজ চলছিল। তখনই এর একাংশ ভেঙে পড়ে।
The post নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত ২, ভুবনেশ্বরে চরম উত্তেজনা appeared first on Sangbad Pratidin.
