সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক হয়েছে কেতাবি বুলি। এবার পথে নেমে প্রতিবাদ হোক। পুলওয়ামা হামলার বদলা চাই। শনিবার সকালে এসব স্লোগানই প্রতিধ্বনিত হল মুম্বইয়ের অলিতে-গলিতে। পুলওয়ামার ঘটনার প্রতিবাদে নজিরবিহীনভাবে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, কোনওরকম শান্তির বার্তা বা সমঝোতা নয়, পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিতে হবে।
[পুলওয়ামা হামলায় মাস্টারমাইন্ডের সন্ধান পেলেন গোয়েন্দারা!]
আর এই দাবিতেই মুম্বইয়ের বিভিন্ন রুটে সকাল থেকে দফায় দফায় ট্রেন অবরোধ করলেন যাত্রীরা। চাপা জনরোষ প্রকাশ পেল দেশের বাণিজ্য রাজধানীতে। স্টেশনগুলিতে দেখা গেল, অসংখ্য মানুষ রেল ট্র্যাকে নেমে প্রতিবাদ করছেন। এমনকী, ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগও রয়েছে নিত্যযাত্রীদের বিরুদ্ধে। সবচেয়ে বেশি বিক্ষোভের খবর মিলেছে ভিরার, ভাসি, নালাসোপারা থেকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজিত হয়ে ওঠেন যাত্রীরা। অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। বেশ কিছু ট্রেনকে প্ল্যাটফর্মেই আটকে দেওয়া হয়। সকাল ৮ নাগাদ শুরু হয় এই বিক্ষোভ। এর ফলে স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ভাসাই আর ভিরার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। এর ফলে দূরপাল্লার বেশ কিছু ট্রেনও আটকে পড়ে। ওয়েস্টার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, জিআরপি এবং আরপিএফ কর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করেন।
[ছেলে জেহাদি, জানতেনই না জইশ জঙ্গি আদিলের বাবা]
পুলওয়ামার হামলার পর থেকেই গোটা দেশ ক্ষোভে ফুঁসছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে বদলার জন্য মরিয়া হয়ে উঠেছেন দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের দাবি, পাকিস্তানের বিরুদ্ধে বদলাই নিতে হবে। সেই চাপা জনরোষই মুম্বইয়ের বুকে প্রতিফলিত হল বিক্ষোভের মাধ্যমে।
The post পুলওয়ামা হামলার প্রতিবাদ, মুম্বইয়ে লাইনে নেমে বিক্ষোভ রেলযাত্রীদের appeared first on Sangbad Pratidin.