shono
Advertisement

Breaking News

Rajasthan

বৃথা গেল শত চেষ্টা, ১৫০ ফুটের ‘মরণ কুয়ো’ থেকে উদ্ধার ৫ বছরের আরিয়ানের নিথর দেহ

ব্যর্থ ৫৫ ঘণ্টার উদ্ধার অভিযান।
Published By: Kishore GhoshPosted: 12:02 PM Dec 12, 2024Updated: 01:25 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যর্থ হল একটানা ৫৫ ঘণ্টার উদ্ধার অভিযান। রাজস্থানের দৌসায় ১৫০ ফুট গভীর গর্তে আটকে থাকা ৫ বছরের আরিয়ানের নিথর দেহ উদ্ধার করলেন উদ্ধারকারী দলের সদস্যেরা। বুধবার সকালেই জানা গিয়েছিল, যাবতীয় 'দেশি জুগাড়' ব্যর্থ হয়েছে। শেষ চেষ্টা হিসাবে মূল গর্তের পাশে অন্য একটি গর্ত খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। বুধবার রাতে সেই পদ্ধতিতেই নিথর অবস্থায় শিশুটিকে গর্ত থেকে বের করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানান মৃত্যু হয়েছে আরিয়ানের।

Advertisement

গত সোমবার দৌসায় কালিখাড় গ্রামে ছোট্ট আরিয়ান তার মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল। সেই সময় নলকূপ বসানোর বোরওয়েলের কাছে খেলতে গিয়ে গভীর গর্তে পড়ে যায়। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে ঘটে এই দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে ঘটনার কথা গ্রামে এসে জানান মহিলা। খবর যায় প্রশাসনের কাছে। শিশুটিকে উদ্ধার করতে তড়িঘড়ি সেখানে উপস্থিত হয় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গর্তের ভিতরে যাতে অক্সিজেনের সমস্যা না হয় তার জন্য পাইপের মাধ্যমে অক্সিজেন পাঠানো হয়। ভেতরে ক্যামেরা প্রবেশ করিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হচ্ছিল। মঙ্গলবার রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান রাজস্থানের মন্ত্রী কিরোড়ি লাল মিনা।

যদিও মেশিনের গোলমালে বেশ কিছুক্ষণ উদ্ধারকাজ ব্যাহত হয়। তবে কাজে আসে কূপের পাশে সমান্তরাল ভাবে আরও একটি কূপ খননের পদ্ধতি। একাধিক জেসিবি মেশিন কাজে লাগিয়ে ওই গর্ত খনন করা হয়। শেষ পর্যন্ত দড়ি বেঁধে শিশুটিকে উপরে তোলার চেষ্টা করা হয়। জানা গিয়েছে, বুধবার রাতে আরিয়ানকে যখন কূপ থেকে বের করা হয়, তখন সে অচৈতন্য অবস্থায় ছিল। যদিও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান শিশুটির মৃত্যু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত সোমবার দৌসায় কালিখাড় গ্রামে ছোট্ট আরিয়ান তার মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল।
  • যদিও মেশিনের গোলমালে উদ্ধারকাজ ব্যাহত হয়।
Advertisement