shono
Advertisement
Rajasthan Mobile Ban

প্রবল সমালোচনায় সিদ্ধান্ত বদল, রাজস্থানের সেই গ্রামে উঠল মহিলাদের স্মার্টফোনে নিষেধাজ্ঞা

স্থানীয়দের দাবি, শিশুদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Published By: Subhajit MandalPosted: 01:05 PM Dec 26, 2025Updated: 02:54 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার চাপের মুখে রাজস্থানের জালোর জেলার গাজিপুর গ্রামে মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল। বিভিন্ন মহল থেকে বিরোধিতার মুখে পড়ার পর গ্রামপ্রধান ও প্রবীণদের নিয়ে বৃহস্পতিবার গাজিপুর গ্রামে পঞ্চদের একটি বৈঠক হয়, যেখানে সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামপ্রবীণদের দাবি, শিশুদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

Advertisement

২১ ডিসেম্বর গাজিপুর গ্রামে সুন্দরমাতা পট্টির চৌধুরী সম্প্রদায়ের একটি বৈঠকে ১৫টি গ্রামের কন্যা ও পুত্রবধূদের জন্য স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা ২৬ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে সেই সিদ্ধান্তে বলা হয়েছিল, প্রয়োজনে ফোনে কথা বলার জন্য মহিলারা কিপ্যাড বা ফিচার ফোন রাখতে পারবেন। একই সঙ্গে নির্দেশে উল্লেখ ছিল, স্কুলপড়ুয়া মেয়েরা পড়াশোনার জন্য মোবাইল ব্যবহার করলে তা শুধুমাত্র বাড়ির ভিতরেই করতে পারবে এবং বিয়েবাড়ি, সামাজিক অনুষ্ঠান বা প্রতিবেশীর বাড়িতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না।

সম্প্রদায়ের সদস্য নাথারাম চৌধুরির বক্তব্য অনুযায়ী, সুন্দরমাতায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে মহিলারাই অভিযোগ করেছিলেন যে, স্কুল থেকে ফিরে তাদের সন্তানরা সঙ্গে সঙ্গে স্মার্টফোনে ডুবে যায়, খাওয়া বা পড়াশোনা না করে সারাদিন ভিডিও দেখে, যার ফলে মস্তিষ্ক ও চোখের উপর খারাপ প্রভাব পড়ছে। সাইবার প্রতারণা ও নারী-নির্যাতনের ঘটনাও বাড়ছে বলে দাবি করা হয়। সেই কারণেই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এক মাস সময় দেওয়ার কথা বলা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার চাপের মুখে রাজস্থানের জালোর জেলার গাজিপুর গ্রামে মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হল।
  • বিভিন্ন মহল থেকে বিরোধিতার মুখে পড়ার পর গ্রামপ্রধান ও প্রবীণদের নিয়ে বৃহস্পতিবার গাজিপুর গ্রামে পঞ্চদের একটি বৈঠক হয়, যেখানে সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • গ্রামপ্রবীণদের দাবি, শিশুদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
Advertisement