সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগে ভুগছে প্রিয় পোষ্য। সেই কষ্ট সহ্য করতে না পেরে আত্মঘাতী দুই বোন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। দুই বোনের এহেন পরিণতিতে শোকস্তব্ধ প্রতিবেশীরাও। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে লখনউ পুলিশ।
জানা গিয়েছে মৃত দুই বোনের নাম রাধা সিং এবং জিয়া সিং। তাঁদের পোষ্য টোনি নামে এক জার্মান শেফার্ড। গত একমাস ধরে টোনি অসুস্থ থাকায় ভেঙে পড়েছিলেন দুই বোন। খেতে সমস্যা হচ্ছিল পোষ্যের, তাই দুই বোনও খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলেন। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অবসাদে ভুগছিলেন ২৪ বছর বয়সি রাধা এবং ২২ বছর বয়সি জিয়া। সেখান থেকেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন দুই বোন।
গত বুধবার দোকানে গিয়েছিলেন রাধা এবং জিয়া। সেখান থেকে বাড়িতে ফিরেই ব্যথায় ছটফট করতে শুরু করেন দুই বোন। পরে জানা যায়, ফিনাইল পান করেছেন তাঁরা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই বোনকে। কিন্তু মৃত্যুযন্ত্রণায় কাতরাতে থাকলেও মায়ের কাছে শেষ আর্জি জানিয়ে যান, "আমাদের মৃত্যুর পর দয়া করে কুকুরটাকে তাড়িয়ে দিও না। ওকে বাড়িতে রেখে চিকিৎসা করিও।" হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাধার মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় জিয়ার।
প্রতিবশীরা বলছেন, কেবল পোষ্যের অসুখই নয়, আরও বেশ কিছু সমস্যায় জর্জরিত ছিল ওই পরিবার। মৃত দুই বোনের বাবা গত ৬ মাস ধরে শয্যাশায়ী। তাঁদের এক ভাইয়ের মৃত্যু হয়েছে বছরসাতেক আগে। সবমিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিল গোটা পরিবার। প্রিয় পোষ্য অসুস্থ হয়ে পড়ায় মানসিকভাবে আরও ভেঙে পড়েন দুই বোন। তবে এইভাবে নিজেকে শেষ করে দেওয়া, সেই ঘটনা দেখে শোকস্তব্ধ সকলেই। আপাতত মর্মান্তিক ঘটনায় তদন্ত করছে পুলিশ।
