সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে স্বস্তি৷ এটিএম থেকে টাকা তোলায় আর কোনও সীমা থাকছে না৷ সোমবার আরবিআইয়ের তরফে এমনটাই জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের খবর৷
নোট বাতিলের সিদ্ধান্তের জেরে এটিএম থেকে টাকা তোলার উপর কিছু উর্ধ্বসীমা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ পঞ্চাশ দিন পেরিয়ে সে সীমা কিছুটা লাঘব করা হয়েছিল৷ যদিও তা পুরোপুরি তুলে দেওয়া হয়নি৷ সকলেই যাতে টাকা পান তার জন্য খানিকটা সীমা বরাদ্দ করে রাখা ছিল৷ তবে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, পর্যাপ্ত টাকা আছে ব্যাঙ্কের কোষাগারে৷ সেইমতো তুলে দেওয়া হল সমস্ত উর্ধ্বসীমা৷ ১ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার থেকেই লাগু হচ্ছে এই নিয়ম৷ এখনও পর্যন্ত এটিএম থেকে সর্বোচ্চ দশ হাজার থেকে প্রতি কার্ডে প্রতিদিন তোলা যায়৷ তবে এবার তা বেড়ে হল ২৪ হাজার টাকা৷ প্রতি সপ্তাহে অবশ্য টাকা তোলার উর্ধ্বসীমা ২৪ হাজারই থাকল৷
সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে যে সীমা ছিল তাই বজায় থাকছে৷ তবে খুব শিগগিরি তা তুলে দেওয়ার ভাবনা আছে৷ কারেন্ট অ্যাকাউন্টস, ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টসের ক্ষেত্রে অবশ্য কোনওরকম নিয়ম থাকছে না৷ তবে ব্যাঙ্ক থেকে যতখুশি টাকা তোলা যাবে এমনটা নয়৷ প্রতিটি ব্যাঙ্কের টাকা তোলার ক্ষেত্রে যে নিয়ম আছে তা মানা হবে বলে জানানো হয়েছে৷
The post ১ ফেব্রুয়ারি থেকেই উঠে যাচ্ছে এটিএমে টাকা তোলার উর্ধ্বসীমা appeared first on Sangbad Pratidin.