সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পর এবার মৌলানা আবুল কালাম আজাদ (Maulana Abul Kalam Azad)। একাদশ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হল দেশের প্রথম শিক্ষামন্ত্রীর নাম। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং(NCERT)-এর নির্দেশে রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর নামটি। এর আগে স্বাধীনতা পরবর্তী সময়ে গান্ধীর অবদান ও তাঁর হত্যার বিষয়টি বাদ দেওয়ায় বিতর্কের সূত্রপাত হয়েছিল। এবার বাদ পড়লেন আজাদও। বাদ দেওয়া হয়েছে স্বাধীনতার পরে কাশ্মীরে শর্তাধীন অন্তর্ভুক্তির প্রসঙ্গও।
জানা গিয়েছে, বইটির প্রথম অধ্যায় ‘সংবিধান- কী ও কেন’-এ সংসদীয় কমিটির মৌলানা আজাদের নাম ছিল। সেই তথ্য বাদ দেওয়া হয়েছে। জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, বিআর আম্বেদকরের নাম থাকলেও পরিবর্তিত বাক্যে নেই আজাদের নাম। উল্লেখ্য, সংবিধান তৈরির প্রাক্কালে ১৯৪৬ সালে নতুন গণ পরিষদের নির্বাচনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন আজাদ। কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর ষষ্ঠ বছরে ব্রিটিশ ক্যাবিনেট মিশনেও ছিলেন তিনি।
[আরও পড়ুন: জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল, আদালত চত্বরে দাঁড়িয়ে কী বললেন পার্থ?]
বই থেকে বাদ পড়েছে কাশ্মীরের অন্তর্ভুক্তির ইতিহাসও। বইয়ের দশম অধ্যায় ‘সংবিধানের দর্শন’ থেকে এই সংক্রান্ত একটি বাক্য বাদ দেওয়া হয়েছে। ফলে মুছে গিয়েছে সংবিধানের ৩৭০ ধারাও। এর আগে গান্ধীর ইতিহাস ছাড়াও মুঘল অধ্যায় মোছাকে কেন্দ্র শিক্ষার গেরুয়াকরণের অভিযোগে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। তার মধ্যেই নতুন করে বিতর্ক বাড়ল মৌলানা আবুল কালাম আজাদের নাম মোছাকে ঘিরে।