shono
Advertisement

‘চিনের উপর নির্ভরতা না কমালে মিলবে না অর্থনৈতিক স্বাধীনতা’, দাবি Mohan Bhagwat-এর

স্বাধীনতা দিবসে চিন-নির্ভরতা কমানোর ডাক আরএসএস প্রধানের।
Posted: 07:45 PM Aug 15, 2021Updated: 07:45 PM Aug 15, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে (Independence Day) ভারতের অর্থনৈতিক স্বাধীনতার উপরে জোর দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। দাবি করলেন, চিন-নির্ভরতা না কমাতে পারলে অর্থনৈতিক স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। তাঁর কথায়, ”আমরা যতই চিৎকার করি না কেন চিন নিয়ে, আমাদের ফোনের সব কিছুই তো চিনের তৈরি।” তাঁর মতে, যতদিন পর্যন্ত চিনের উপরে নির্ভরতা থাকবে, ততদিন চিনের সামনে ঝুঁকতে হবে ভারতকে। ডাক দেন চিন-নির্ভরতা থেকে বেরিয়ে আসার।

Advertisement

রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসে মুম্বইয়ের এক স্কুলে জাতীয় পত্তাকা উত্তোলন করতে এসেছিলেন তিনি। এরপরই বক্তব্য রাখার সময় এই কথা বলেন তিনি। তাঁর মতে, দেশে রোজগার ও স্বরোজগারের সুযোগ বৃদ্ধি করতে বিকেন্দ্রীভূত উৎপাদনের উপরে জোর দেওয়া দরকার। এরই সঙ্গে ‘নিয়ন্ত্রিত ভোগবাদের’ পক্ষেও সওয়াল করতে দেখা যায় তাঁকে।

[আরও পড়ুন: দাম উঠেছিল ১৫০ কোটি, শেষমেশ নামমাত্র মূল্যে বিক্রি হল Vijay Mallya’র কিংফিশার হাউস]

ঠিক কী বলেছিলেন তিনি? তাঁর কথায়, ”আমরা কত উপার্জন করি তার দ্বারা আমাদের জীবনযাত্রার মান নির্ধারণ করা উচিত নয়। বরং দেখা উচিত মানুষের কল্যাণের জন্য কতটা ফেরত দিতে পারছি। যেদিন আমরা সকলের কল্যাণের দিকটা বিবেচনা করব সেদিনই প্রকৃত সুখের সন্ধান পাব।”

‘স্বদেশি’ বলতে কী বোঝায়, সে সম্পর্কেও বক্তব্য রাখেন মোহন ভাগবত। তাঁর মতে, নিজের শর্তে ব্যবসা করার অর্থই হল স্বদেশি হওয়া। তিনি বলেন, ”সরকারের কাজ হল শিল্পকে সাহায্য করা এবং এর জন্য সকলকে উৎসাহিত করা। দেশের উন্নয়নের জন্য যা প্রয়োজন তা উৎপাদনের নির্দেশ দেওয়া উচিত সরকারের।” পাশাপাশি মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদনের দিকেও জোর দেন তিনি।

[আরও পড়ুন: ‘ঠিকঠাক বিতর্কই হচ্ছে না’, Parliament অধিবেশন নিয়ে হতাশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement