সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে হত্যা করেন উত্তরপ্রদেশের মীরাটের এক তরুণী। এই ঘটনার পর বেজায় ভয় পেয়ে যান একই রাজ্যের বাবুল নামের এক তরুণ। স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরেছিলেন তিনি। যারপরে প্রেমিকের সঙ্গেই তাঁর বিয়ে দেন বাবলু। যদিও কদিনের মধ্যেই স্ত্রী পুরনো শ্বশুরবাড়িতেই ফিরে এলেন। কী এমন হল যে কয়েক দিনের মধ্যেই প্রেমিকের সংসার ছেড়ে চলে এলেন তরুণী?
২০১৭ সালে উত্তরপ্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা বাবলুর সঙ্গে বিয়ে হয় রাধিকার। তাঁদের দুই সন্তানও রয়েছে। পেশায় পরিযায়ী শ্রমিক বাবলু কিছুদিন আগে জানতে পারেন, বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন স্ত্রী। এরমধ্যেই মীরাটের নৃশংস হত্যাকাণ্ড ঘটে যায়। এরপর বাবুল সিদ্ধান্ত নেন, প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেবেন। সন্তানদের নিজেই বড় করবেন। সেই মতোই গ্রামের শিবমন্দিরে স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিয়ে দেন। এইসঙ্গে তিনি জানান, "চারপাশে যে সব ঘটনা ঘটছে, তা দেখার পর নিজের জীবন নিয়ে ভয়ে ছিলাম। তাই আমি ঠিক করি স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেব।" কদিন পরেই সেই স্ত্রী বাবলুর সংসারে ফিরল কেন?
নতুন শাশুড়ির অনুরোধে পুরনো সংসারে ফিরে এলেন তরুণী। বাবলুর স্ত্রীর সন্তানদের ছেড়ে আসার বিষয়টি নতুন শাশুড়ি মেনে নিতে পারেননি। বাচ্চাদের কষ্ট হবে জানিয়ে তাঁকে পুরনো সংসারে ফিরে যেতে বলেন। প্রেমিকের সংসার ছেড়ে ফিরে আসার পর ওই তরুণীর এখন ঠাঁই হয়েছে বাবলুরই সংসারে! এই নিয়ে আপত্তি তোলেননি বাবলুও।