shono
Advertisement
Gurugram

মাঝরাস্তায় বচসা, সুইগির ডেলিভারি কর্মীকে পিষে দিল চারচাকা গাড়ি! গুরুগ্রামে হাড়হিম কাণ্ড

দেখুন সেই ভাইরাল ভিডিও।
Published By: Subhodeep MullickPosted: 09:32 PM Jan 19, 2026Updated: 09:32 PM Jan 19, 2026

মাঝরাস্তায় বচসা। তারপরই ভয়াবহ কাণ্ড। সুইগির এক ডেলিভারি কর্মীকে পিষে দিল একটি চারচাকা গাড়ি। রবিবার সন্ধ্যায় হাড়হিম এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ডেলিভারি কর্মী।

Advertisement

জানা গিয়েছে, এদিন গুরুগ্রামের সেক্টর ৯৩-এ একটি হোটেলের সামনে সুইগির কয়েকজন ডেলিভারি কর্মী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় একটি কালো চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা এক ডেলিভারি কর্মীর মোটরবাইকে ধাক্কা মারে। তারপর সেটি সেখান থেকে চম্পট দেয়। কিন্তু পরমুহূর্তেই গাড়িটি দাঁড়িয়ে থাকা ডেলিভারি কর্মীদের দিকে ধেয়ে আসে। তা দেখে ছুটে এদিক ওদিক পালান কর্মীরা। গাড়িটি ফের ওই মোটরবাইকেই ধাক্কা মারে। এরপরই মেজাজ হারান টিঙ্কু পাওয়ার নামে এক ডেলিভারি কর্মী। গাড়ির চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। তাতে দেখা যাচ্ছে, মাঝরাস্তায় গাড়ির চালক এবং টিঙ্কুর মধ্যে কথা কাটাকাটি চলছে। এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই গাড়ির চালক। এরপরই তিনি পিষে দেন টিঙ্কুকে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গুরুতর আহত অবস্থায় টিঙ্কুকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার পরই দ্রুত গতিতে পালিয়ে যায় চারচাকা গাড়িটি। তবে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement