shono
Advertisement

ছ’ঘণ্টার গুলির লড়াইতে নিকেশ ৫ জঙ্গি, উপত্যকায় বড় সাফল্য সেনার

খতম হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ The post ছ’ঘণ্টার গুলির লড়াইতে নিকেশ ৫ জঙ্গি, উপত্যকায় বড় সাফল্য সেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:54 PM Feb 10, 2019Updated: 02:54 PM Feb 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকাল থেকে চলা ছ’ঘণ্টার গুলির লড়াইতে মিলল সাফল্য৷ জম্মু-কাশ্মীরের কুলগামের কেল্লাম দেবসারেতে নিকেশ পাঁচ জঙ্গি৷ তাদের পরিচয় এখনও জানা যায়নি৷ খতম হওয়া ওই পাঁচ জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে৷ খোঁজ মিলেছে অস্ত্রভাণ্ডারেরও৷ উপত্যকায় প্রশাসনের মাথাব্যথার কারণ ছিল জঙ্গিরা৷ অস্ত্রভাণ্ডারে হদিশও নতুন করে চিন্তা বাড়াচ্ছে সেনার৷ 

Advertisement

দক্ষিণ কাশ্মীরের কুলগামের কেল্লামের দেবসারে এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সকাল ছ’টা নাগাদ ওই এলাকায় হানা দেন সেনাকর্মীরা৷ তাঁদের সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশকর্মীরা৷ শুরু হয় তল্লাশি অভিযান৷ এদিকে, যৌথ বাহিনীকে দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা-সহ যৌথ বাহিনী৷ দুপুর বারোটা নাগাদ সেনার তরফে জানানো হয়, এদিনের অভিযানে পাঁচ জঙ্গি নিকেশ হয়েছে৷ সেনা আধিকারিক রাজেশ কালিয়া বলেন, ‘‘খতম হওয়া ওই পাঁচ জঙ্গির নাম এখনও জানা যায়নি৷ কোন সংগঠনের হয়ে তারা কাজ করত, সে বিষয়েও এখনও কোনও সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই৷ নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আমরা বাজেয়াপ্ত করেছি৷ এছাড়াও যে জায়গায় দু’পক্ষের গুলির লড়াই চলছিল, ওই এলাকায় অস্ত্রভাণ্ডারেরও খোঁজ পাওয়া গিয়েছে৷’’ যৌথ বাহিনীর অনুমান, ওই এলাকায় এখনও দু-তিনজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে৷ তাই এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান৷ নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা৷ এদিনের গুলির লড়াইয়ে চারজন সিআরপিএফ কর্মী জখম হন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ 

উত্তরপ্রদেশে বিষ মদ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, আর্থিক সাহায্য ঘোষণা

গত সপ্তাহে পুলওয়ামায় বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করে সেনা৷ ওই দলে ছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার এক কমান্ডার৷ সাতদিনের মধ্যে আবারও পাঁচ জঙ্গি নিকেশে কিছুটা হলেও চিন্তামুক্ত স্থানীয়রা৷ জঙ্গিকে খতম করা সম্ভব হলেও ভাবনাচিন্তা কমছে না প্রশাসনের৷ কুলগামের কেল্লাম দেবসারে এলাকায় খোঁজ পাওয়া অস্ত্রভাণ্ডার নতুন করে চিন্তা বাড়াচ্ছে সেনার৷

The post ছ’ঘণ্টার গুলির লড়াইতে নিকেশ ৫ জঙ্গি, উপত্যকায় বড় সাফল্য সেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement