সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের (British High Commission) বাসভবনের নিরাপত্তা সরিয়ে নেওয়া হল। ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিসের দিল্লির দপ্তরের সামনের ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবারেই লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনে তাণ্ডব চালায় খলিস্তানিরা। তার পালটা দিতেই কি নিরাপত্তা সরিয়ে নিল ভারত, এমনটাই প্রশ্ন উঠছে।
খলিস্তানি (Khalistani) নেতা অমৃতপাল সিংকে (Amritpal Singh) গ্রেপ্তারির চেষ্টার প্রতিবাদ উত্তাল হয়ে উঠেছে বিশ্বের নানা প্রান্তের খলিস্তানিরা। ব্রিসবেন, লন্ডন (London), সান ফ্রান্সিসকো- একাধিক জায়গায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব চালিয়েছে হলুদ পতাকাধারীরা। রবিবার লন্ডনের হাই কমিশনের জাতীয় পতাকা খুলে নিয়ে সেখানে হলুদ পতাকা লাগিয়ে দেওয়া হয়। ভারত বিরোধী স্লোগানও শোনা যায় খলিস্তানিদের মুখে।
[আরও পড়ুন: শপথের পর বায়রনকে পদ্মের ফুল! ফের উঠছে আঁতাঁতের অভিযোগ]
এই ঘটনার পরেই তীব্র প্রতিবাদ জানায় ভারত। মধ্যরাতে ভারতে নিযুক্ত ব্রিটেনের সর্বোচ্চ রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হয়। যদিও ব্রিটিশ হাই কমিশনার টুইট করে গোটা ঘটনার নিন্দা করেন। ব্রিটিশ সাংসদদের তরফেও দোষীদের শাস্তির আশ্বাস দেওয়া হয়। তবে সূত্র মারফত জানা যায়, ব্রিটিশ প্রশাসনের ভূমিকায় একেবারেই সন্তুষ্ট হতে পারেনি ভারত। ঘটনার তিনদিন পরেই দিল্লিতে ব্রিটিশ হাইকমিশনের সামনে থাকা ব্যারিকেড সরিয়ে দেওয়া হল। এই ঘটনার পরেই অবশ্য লন্ডনে ভারতীয় হাই কমিশনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, লন্ডনে ব্রিটিশ হাইকমিশনে খলিস্তানি হামলার প্রতিবাদে জড়ো হন প্রবাসী ভারতীয়রা। তবে শান্তিপূর্ণ ভাবে, নাচ গানের মাধ্যমে খলিস্তানি হামলার প্রতিবাদ করেছেন। সেখানে প্রতিবাদীদের সঙ্গে অংশ নেন এক ব্রিটিশ পুলিশকর্মীও। জয় হো গানের তালে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তবে লন্ডনবাসী ভারতীয়দের দাবি, অবিলম্বে হামলাকারীদের শাস্তি দিতে হবে।