shono
Advertisement
Amit Shah

ভারত বিরোধিতা ভুলে মূল স্রোতে হুরিয়তের দুই শাখা, 'কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ অতীত', দাবি শাহের

৩৭০ ধারা বাতিলের পর একে একে মূল স্রোতে ফিরছে অধিকাংশ বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
Published By: Subhajit MandalPosted: 04:08 PM Mar 25, 2025Updated: 05:14 PM Mar 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে শান্তি ফেরানোর লক্ষ্যে বড় সাফল্য কেন্দ্রের। বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের দুই শাখা সংগঠন হিংসার রাস্তা ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরল। মঙ্গলবার হুরিয়তের দুই শাখা সংগঠনের মূল স্রোতে ফেরার খবর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ এখন অতীত।

Advertisement

সোশাল মিডিয়ায় শাহের বার্তা, 'কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ এখন ইতিহাস। মোদিজির সবকা সাথের নীতি উপত্যকা থেকে বিচ্ছিন্নতাবাদকে ছুঁড়ে ফেলে দিয়েছে। হুরিয়তের দুই শাখা সংগঠন সমস্ত রকম বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করল।' শাহ বলছেন, 'এই দুই সংগঠনকে সমাজের মূল ধারায় স্বাগত। আমি এই ধরনের সব সংগঠনকেই বিচ্ছিন্নতাবাদ ভুলে দেশের ঐক্যের স্বার্থে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। উন্নত, শান্ত এবং ঐক্যবদ্ধ ভারত গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টিরই সুফল এটা।"

হুরিয়তের নেতৃত্ব গত কয়েক দশক ধরে কাশ্মীরে ভারত বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা। হুরিয়ত কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার চেষ্টা চালিয়ে গিয়েছে প্রকাশ্যেই। তবে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ছবিটা বদলেছে। কেন্দ্রের ধরপাকড়ে হুরিয়ত পন্থী নেতারা অনেকেই বেপাত্তা। কেউ কেউ সব ভুলে নাম লিখিয়েছেন মূল ধারার রাজনীতিতে। হুরিয়তের ছাতার তলায় থাকা বহু সংগঠনকে আগেই নিষিদ্ধ করা হয়েছে। বহু সংগঠন ইতিমধ্যেই মূল ধারায় ফিরেছে। সেই তালিকায় নাম আরও দুই সংগঠনের। তাতেই কেন্দ্রের দাবি, কাশ্মীর বিচ্ছিন্নতাবাদ মুক্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের দুই শাখা সংগঠন হিংসার রাস্তা ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরল।
  • মঙ্গলবার হুরিয়তের দুই শাখা সংগঠনের মূল স্রোতে ফেরার খবর সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • তাঁর দাবি, উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ এখন অতীত।
Advertisement