shono
Advertisement

Breaking News

‘সাধারণ সুবিধাটুকু দিতে পারে না সরকার, আবার বুলেট ট্রেনের স্বপ্ন দেখে’

মুম্বই বিপর্যয়ে বিজেপিকে তোপ শিব সেনা নেতার। The post ‘সাধারণ সুবিধাটুকু দিতে পারে না সরকার, আবার বুলেট ট্রেনের স্বপ্ন দেখে’ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:53 PM Sep 29, 2017Updated: 07:23 AM Sep 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুলেট নয়, ট্রেন লেট হওয়া বন্ধ করতে ব্যবস্থা নিক মন্ত্রক। দিনকয়েক আগে বুলেট ট্রেন উদ্বোধনের সময় ইতিউতি এমনই রব উঠেছিল। এবার তাইই যেন শোনা গেল শিব সেনা বিধায়ক অজয় চৌধুরির কথায়। মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে বিপর্যয়ের পর প্রশাসনকে কার্যত তুলোধোনা করল এনডিএ-এর শরিক দলের বিধায়ক।

Advertisement

[  মুম্বইয়ের রেল স্টেশনে পদপিষ্ট হয় মৃত ১৫, আহত অন্তত ৩০  ]

শুক্রবার সকালে মুম্বইয়ের এলফিনস্টোন স্টেশনে ভয়াবহ বিপর্যয়। বৃষ্টির জেরে ওভারব্রিজে বহু যাত্রী আশ্রয় নিয়েছিলেন। সেই সময়ই গুজবের জেরে হুড়োহুড়ি পড়ে। কেউ বলছেন শর্ট সার্কিটের খবর রটে, কারও মত ব্রিজ ধসে যাচ্ছে বলে গুজব ছড়ায়। দু’দিক থেকে একই সময়ে দুটি ট্রেন আসার কারণেও হুড়োহুড়ি পড়ে বলে জানাচ্ছেন কোনও কোনও প্রত্যক্ষদর্শী। ঘটনাস্থলেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় প্রায় ১৫ জনের। জখম হয়েছেন ৫০ জনেরও বেশি। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনার পরই শাসকদলকে সমালোচনায় বিঁধলেন শিব সেনা নেতা। তাঁর দাবি, সাধারণ মানুষকে ন্যূনতম সুযোগ-সুবিধাটুকু দেওয়া উচিত সরকারের। তাই যখন দিতে পারে না, তখন আবার বুলেট ট্রেনের স্বপ্ন দেখছে প্রশাসন। এমনিতেই এনডিএ-র দুই শরিকের মধ্যে প্রায় সাপে-নেউলে সম্পর্ক। প্রায়শই একে অন্যকে খোলা চ্যালেঞ্জ জানায়। মুম্বই বিপর্যয়ে তাই শাসকদলেক বিঁধতে কসুর করলেন না শিব সেনা নেতা। বুলেট ট্রেন উদ্বোধনের সময় থেকেই শাসকদলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। যখন দেশের ন্যূনতম পরিকাঠামোর মধ্যেই এত গলদ, তখন কেন আহামরি স্বপ্ন দেখা। এ প্রশ্নই উঠেছিল। যদিও উন্নত পরিবহণেই দেশের সুপারপাওয়ার হয়ে ওঠার পালটা যুক্তি দেখিয়েছিলেন শাসকপক্ষের নেতারা। সেই চাপানউতোর ফের মাথাচাড়া দিয়ে উঠল মুম্বইয়ের ঘটনায়।

 

The post ‘সাধারণ সুবিধাটুকু দিতে পারে না সরকার, আবার বুলেট ট্রেনের স্বপ্ন দেখে’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার