সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি পূর্ত দপ্তরে দুর্নীতি ফাঁস করে বিপাকে সমাজকর্মী রাহুল শর্মা৷ বুধবার গাজিয়াবাদ যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী৷ তবে ওই হামলায় তাঁর কোনও আঘাত লাগেনি৷ ঘটনার পর সংবাদমাধ্যমকে শর্মা জানিয়েছেন, তিনি ও তার এক আত্মীয় গাড়িতে গাজিয়াবাদ যাচ্ছিলেন৷ মাঝ রাস্তায় হটাৎ মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতী গৌর ইন্টারন্যাশনাল স্কুলের পাশে তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়৷ তিনি আরও জানিয়েছেন, হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের মুখ দেখতে পাননি তিনি৷
[বিধানসভা ভোটে গুজরাটে ১৫০ আসন জয়ের লক্ষ্যে নামছেন অমিত শাহ]
‘রোডস অ্যান্টি করাপশন অর্গানাইজেশন’ নামের একটি দুর্নীতি বিরোধী স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেছেন শর্মা৷ উল্লেখ্য, তাঁর দুর্নীতি বিরোধী অভিযানে, দিল্লি পূর্ত দপ্তরে একটি বড়সড় কেলেঙ্কারির অভিযোগ করেছেন তিনি৷ ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এক নিকট আত্মীয়ের৷ ওই হামলার প্রেক্ষিতে শর্মা অভিযোগ জানিয়েছেন যে, ২০১৫ সালে সড়ক ও নিকাশি ব্যবস্থা নিয়ে হওয়া কেলেঙ্কারি ফাঁস করার জন্যই তাঁর উপর হামলা চালানো হয়েছে৷ উল্লেখ্য, ওই কেলেঙ্কারি ফাঁস করার পর প্রায়ই তাঁকে ফোনে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ জানিয়েছিলেন রাহুল শর্মা৷ এই বিষয়ে ইতিমধ্যে দিল্লি পুলিশের দুর্নীতিদমন শাখার কাছে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি৷
পুলিশ সুত্রে খবর শর্মার উপর হামলার ঘটনায়, গ্রেটার নয়ডার বিসরাখ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ ইতিমধ্যে দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ৷ ‘আম আদমি পার্টি’ থেকে বিতাড়িত বিধায়ক কপিল মিশ্র একটি টুইট করে ঘটনার কথা জানিয়েছেন৷ তাঁর টুইটে তিনি পরোক্ষভাবে কেজরিওয়ালের দিকেই আঙুল তুলেছেন৷
[টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র]
প্রসঙ্গত, দিল্লি পূর্ত দপ্তরে দুর্নীতি সংক্রান্ত তিনটি ব্যক্তিগত মালিকানাধীন সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের দুর্নীতিদমন শাখা৷ তাঁর অভিযোগে রাহুল শর্মা জানিয়েছিলেন , অভিযুক্ত সংস্থাগুলির একটি ‘রেনু কনস্ট্রাকশন’ পূর্ত দপ্তরের কাছে জাল নথি দেখিয়ে অসম্পূর্ণ কাজের টাকা আদায় করে নেয়৷ উল্লেখ্য, ওই অভিযোগে নড়েচড়ে বসে কেজরিওয়াল সরকার৷ তবে ওই অভিযোগ উড়িয়ে দিয়ে এমন কোনও কেলেঙ্কারি ঘটেনি বলেই দাবি করেছেন তিনি৷
The post দিল্লির পূর্ত দপ্তরে দুর্নীতি ফাঁস করে হামলার শিকার সমাজকর্মী appeared first on Sangbad Pratidin.