shono
Advertisement

দিল্লির পূর্ত দপ্তরে দুর্নীতি ফাঁস করে হামলার শিকার সমাজকর্মী

অরবিন্দ কেজরিওয়ালের আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি৷ The post দিল্লির পূর্ত দপ্তরে দুর্নীতি ফাঁস করে হামলার শিকার সমাজকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:09 AM Jun 01, 2017Updated: 07:55 AM Jun 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি পূর্ত দপ্তরে দুর্নীতি ফাঁস করে বিপাকে সমাজকর্মী রাহুল শর্মা৷ বুধবার  গাজিয়াবাদ যাওয়ার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী৷ তবে ওই হামলায় তাঁর কোনও আঘাত লাগেনি৷ ঘটনার পর সংবাদমাধ্যমকে শর্মা জানিয়েছেন, তিনি ও তার এক আত্মীয় গাড়িতে গাজিয়াবাদ যাচ্ছিলেন৷ মাঝ রাস্তায় হটাৎ মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতী গৌর ইন্টারন্যাশনাল স্কুলের পাশে তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়৷ তিনি আরও জানিয়েছেন, হেলমেট পরে থাকায় দুষ্কৃতীদের মুখ দেখতে পাননি তিনি৷

Advertisement

[বিধানসভা ভোটে গুজরাটে ১৫০ আসন জয়ের লক্ষ্যে নামছেন অমিত শাহ]

‘রোডস অ্যান্টি করাপশন অর্গানাইজেশন’ নামের একটি দুর্নীতি বিরোধী স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেছেন শর্মা৷ উল্লেখ্য, তাঁর দুর্নীতি বিরোধী অভিযানে, দিল্লি পূর্ত দপ্তরে একটি বড়সড় কেলেঙ্কারির অভিযোগ করেছেন তিনি৷ ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এক নিকট আত্মীয়ের৷ ওই হামলার প্রেক্ষিতে শর্মা অভিযোগ জানিয়েছেন যে, ২০১৫ সালে সড়ক ও নিকাশি ব্যবস্থা নিয়ে হওয়া কেলেঙ্কারি ফাঁস করার জন্যই  তাঁর উপর হামলা চালানো হয়েছে৷ উল্লেখ্য, ওই কেলেঙ্কারি ফাঁস করার পর প্রায়ই তাঁকে ফোনে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ জানিয়েছিলেন রাহুল শর্মা৷ এই বিষয়ে ইতিমধ্যে দিল্লি পুলিশের দুর্নীতিদমন শাখার কাছে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি৷


পুলিশ সুত্রে খবর শর্মার উপর হামলার ঘটনায়, গ্রেটার নয়ডার বিসরাখ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ ইতিমধ্যে দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য  সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ৷ ‘আম আদমি পার্টি’ থেকে বিতাড়িত বিধায়ক কপিল মিশ্র একটি টুইট করে ঘটনার কথা জানিয়েছেন৷ তাঁর টুইটে তিনি পরোক্ষভাবে কেজরিওয়ালের দিকেই আঙুল তুলেছেন৷

[টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র]

প্রসঙ্গত, দিল্লি পূর্ত দপ্তরে দুর্নীতি সংক্রান্ত তিনটি ব্যক্তিগত মালিকানাধীন সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের দুর্নীতিদমন শাখা৷ তাঁর অভিযোগে রাহুল শর্মা জানিয়েছিলেন , অভিযুক্ত সংস্থাগুলির একটি ‘রেনু কনস্ট্রাকশন’ পূর্ত দপ্তরের কাছে জাল নথি দেখিয়ে অসম্পূর্ণ কাজের টাকা আদায় করে নেয়৷ উল্লেখ্য, ওই অভিযোগে নড়েচড়ে বসে কেজরিওয়াল সরকার৷ তবে ওই অভিযোগ উড়িয়ে দিয়ে এমন কোনও কেলেঙ্কারি ঘটেনি বলেই দাবি করেছেন তিনি৷

The post দিল্লির পূর্ত দপ্তরে দুর্নীতি ফাঁস করে হামলার শিকার সমাজকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার