shono
Advertisement
Bombay High Court

মহিলা সহকর্মীর উদ্দেশে 'ইয়ে রেশমি জুলফে' গাওয়া যৌন নির্যাতন নয়, মন্তব্য বম্বে হাই কোর্টের

শিল্প আদালতের রায় খারিজ করে দিল উচ্চ আদালত।
Published By: Biswadip DeyPosted: 07:40 PM Mar 21, 2025Updated: 07:40 PM Mar 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সহকর্মীর দীর্ঘ চুল দেখে তাঁকে উদ্দেশ করে হিন্দি ছবির গান গাওয়া যৌন হেনস্তা নয়। এক মামলায় এমনই পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের।

Advertisement

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তথা আইসিসি অভিযুক্ত পুরুষ ব্যাঙ্ক কর্মীকে দোষী সাব্যস্ত করেছিল। এরপর ২০২৪ সালের জুলাইয়ে সেই রায় বহাল রেখেছিল শিল্প আদালত। কিন্তু এবার সেই রায় খারিজ করে দিল উচ্চ আদালত। পরিষ্কার জানিয়ে দিল, যা অভিযোগ করা হয়েছিল তা অস্পষ্ট এবং ভিত্তিহীন।

ঠিক কী অভিযোগ ছিল? অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী এক মিটিং চলাকালীন মহিলা সহকর্মীর লম্বা চুল নিয়ে রসিকতা করতে গান গেয়ে ওঠেন, ''ইয়ে রেশমি জুলফে।'' এবং খোঁচাও দেন, ওই মহিলার চুল বাঁধতে জেসিবি প্রয়োজন। হাই কোর্টের পর্যবেক্ষণ, অভিযোগকারী প্রাথমিকভাবে এই যৌন হয়রানির বিষয়টি বিবেচনা করেননি। এরই পাশাপাশি ছিল দ্বিতীয় অভিযোগ। এক মহিলা সহকর্মীর সামনেই অন্য পুরুষ সহকর্মীর পুরুষাঙ্গ নিয়ে নাকি ঠাট্টা করেছিলেন অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী। যদিও তাঁর দাবি, এটা নিছকই রসিকতা।

আদালত এটাও পর্যবেক্ষণ করেছে যে, যে পুরুষ সহকর্মীর সঙ্গে ওই রসিকতা করা হয়েছিল তিনি এতে কিছুই মনে করেননি। বিচারপতি সন্দীপ মারনে শেষপর্যন্ত রায় দিয়েছেন অভিযুক্তের পক্ষেই। তিনি জানিয়ে দেন, যদি ধরে নেওয়া যায় সমস্ত অভিযোগই সত্যি তাহলেও তা POSH আইনের অধীনে যৌন নির্যাতনের শর্ত পূরণ করছে না। আদালত রায় দিয়েছে, আইসিসির ফলাফলগুলিতে যথাযথ বিশ্লেষণের অভাব রয়েছে এবং সেগুলি খারিজ করে দেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহিলা সহকর্মীর দীর্ঘ চুল দেখে তাঁকে উদ্দেশ করে হিন্দি ছবির গান গাওয়া যৌন হেনস্তা নয়। এক মামলায় এমনই পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের।
  • বিচারপতি সন্দীপ মারনে শেষপর্যন্ত রায় দিয়েছেন অভিযুক্তের পক্ষেই।
  • তিনি জানিয়ে দেন, যদি ধরে নেওয়া যায় সমস্ত অভিযোগই সত্যি তাহলেও তা POSH আইনের অধীনে যৌন নির্যাতনের শর্ত পূরণ করছে না।
Advertisement