সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিত্যক্ত বাড়ির ভাঙা ফ্রিজ খুলতেই চোখ কপালে উঠল তদন্তকারীদের। তার মধ্যে ঠাসা রাশি রাশি মাথার খুলি ও কঙ্কাল। হাড়হিম এই ঘটনা কেরলের চোট্টানিক্কারা এলাকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া হাড়গোড় একাধিক মহিলার বলেই প্রাথমিকভাবে দাবি পুলিশের। বহু বছরের পুরনো ওই কঙ্কাল কীভাবে ফ্রিজের মধ্যে এল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর্নাকুলাম জেলার চোট্টানিক্কারা এলাকায় প্রায় ১৪ একর জায়গার উপর রয়েছে বাড়িটি। গত দুদশক ধরে ওই বাড়ি ফাঁকা পড়ে রয়েছে। যার জেরে দুষ্কৃতীদের আনাগোনা ছিল বাড়িটিতে। বসত মদের আসর। দিনের পর দিন এই ঘটনায় অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর ইন্দিরা ধর্মারঞ্জন। সেই অভিযোগ পেয়ে সোমবার ওই বাড়িতে উপস্থিত হয় পুলিশ। তল্লাশি চালানোর সময় ভাঙা ফ্রিজ খুলতেই পুলিশের পড়ে সন্দেহজন কয়েকটি প্লাস্টিকের ব্যাগ। সেগুলি খুলতেই দেখা যায় তার ভিতরে রয়েছে রাশি রাশি নরকঙ্কাল ও মাথার খুলি। বহু বছরের পুরনো সেই সেই কঙ্কালগুলি মহিলাদের বলে অনুমান করা হচ্ছে।
পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত মহিলাদের বয়স জানতে কঙ্কালগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কীভাবে কঙ্কালগুলি বাড়ির ভেতর এল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিত্যক্ত ওই বাড়ির মালিক একজন চিকিৎসক। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও। এছাড়া কারা ওই বাড়িতে আসত সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।