সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) চলছে জোর ভোটের লড়াই। আজ বিধানসভা নির্বাচনের প্রাথমিক গণনায় ম্যাজিক ফিগার ছুঁতে চলেছে কংগ্রেস। অনেকটাই পিছিয়ে রাজ্যের শাসকদল বিজেপি (BJP)। এমনটাই বলছে ট্রেন্ড। সব মিলিয়ে সকাল থেকেই সরগরম দক্ষিণী রাজ্য। আর এর মধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের কেন্দ্রেই ভোটগণনার সময় বিজেপি অফিসে ঢুকে পড়ল সাপ! সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
ঠিক কী হয়েছিল? শিগগাঁওয়ে অবস্থিত বিজেপি অফিসে আচমকাই ঢুকে পড়ে একটি সাপ। স্বাভাবিক ভাবেই সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। পরে অবশ্য সাপটিকে উদ্ধার করা হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন খোদ বোম্মাই। ভিডিওটি দেখে হাসির রোল নেটিজেনদের মধ্যে।
[আরও পড়ুন: অবাক ডাকাতি! দু’লক্ষ টাকার চুল নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল ৫]
এদিকে কর্ণাটকে এবার নিজেদের ক্ষমতায় ম্যাজিক ফিগার পেরনো কঠিন, সেই হিসাব আগে থেকেই করে ফেলেছে বিজেপি। সেইমতো নির্বাচনের আগে থেকেই জেডিএসের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনে তাদের নানাভাবে সাহায্য করার কাজও সেরে রেখেছে তারা। নিজের কেন্দ্রে জিততে মরিয়া বাসবরাজ বোম্মাই। স্বাভাবিক ভাবেই গণনা যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। শেষ পাওয়া খবর পর্যন্ত ২১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বোম্মাই। এর মধ্যেই উত্তেজনা ছড়িয়ে সেখানে ঢুকে পড়ল সাপ।