সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই কর্নাটকের জন্য আলাদা পতাকার দাবি জানিয়ে আসছিলেন কন্নড়পন্থী বুদ্ধিজীবীরা। সম্প্রতি সেই দাবি মেনে নিয়েছে কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, দেশের কোনও রাজ্যের কী আলাদা পতাকা থাকতে পারে? এই ইস্যুতে কর্নাটক সরকারের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তাঁর মতে, সঠিক নজরদারি ব্যবস্থা যদি থাকে, তাহলে রাজ্যের আলাদা পতাকায় আপত্তির কিছু নেই।
[মহারাষ্ট্রে গো-রক্ষকদের আতঙ্কে রোজগার হারিয়েছেন এই দুই সম্প্রদায়ের মানুষ]
প্রসঙ্গত, এখন জম্মু ও কাশ্মীর ছাড়া দেশের কোনও রাজ্যেরই আলাদা পতাকা নেই। সম্প্রতি রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি তুলেছে কংগ্রেস পরিচালিত কর্নাটক সরকার। বস্তুত, দক্ষিণের এই রাজ্যের জন্য আলাদা পতাকার নকশা চূড়ান্ত করার জন্য ন’সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আর রাজ্য সরকারের এই পদক্ষেপকে ঘিরে জাতীয় বিতর্ক দানা বেঁধেছে। কর্নাটকের সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। তবে এ বিষয়ে ভিন্ন সুর শোনা গেল কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুরের গলায়। তিনি বলেন, একটা পরিষ্কার নিয়ম করে দেওয়া দরকার, যে রাজ্যের পতাকা কোনও অবস্থাতেই দেশের পতাকার বিকল্প হবে না। আকারেও ছোট হবে এবং সবসময় জাতীয় পতাকার নিচে রাজ্যের পতাকা থাকবে। যদিও কর্নাটকের জন্য আলাদা পতাকার তৈরির জন্য দলের সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা নিয়ে অবস্থান স্পষ্ট করেনি কংগ্রেস হাইকমান্ড।
[রাইসিনার পর কোথায় যাবেন প্রণব মুখোপাধ্যায়, নতুন ঠিকানা কতটা তৈরি?]
বস্তুত, কর্নাটকের লাল ও হলুদ রঙের একটি পতাকা আছে। আইনত স্বীকৃত না হলেও, কর্নাটকের প্রতিষ্ঠা দিবস-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে পতাকাটি ব্যবহারও করা হয়। ২০১৪ সালে প্রথমবার কর্নাটকের জন্য আলাদা পতাকার দাবি জানিয়ে সে রাজ্যের সরকারকে চিঠি লেখেন কন্নড়পন্থী বুদ্ধিজীবীরা।
[জানেন, ফ্রি Wi-Fi পেলে ভারতীয়রা কী দেখেন?]
The post রাজ্যের আলাদা পতাকা থাকতেই পারে, আজব সাফাই শশী থারুরের appeared first on Sangbad Pratidin.
