shono
Advertisement

Breaking News

Stray dog

হাসপাতাল, স্কুল, রেল স্টেশন থেকে সরাতে হবে পথকুকুর, বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

আট সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের।
Published By: Anwesha AdhikaryPosted: 11:41 AM Nov 07, 2025Updated: 01:56 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথকুকুর নিয়ে ফের বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারে পথকুকুরমুক্ত করতে হবে। ডগ শেল্টারে পাঠিয়ে দিতে হবে পথকুকুরগুলিকে। আগামী আট সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে এলাকা থেকে পথকুকুরদের শেল্টারে পাঠানো হবে, ওই এলাকায় আর ফেরানো যাবে না। 

Advertisement

বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চে মামলার শুনানি ছিল। পথকুকুরের কামড়ে শিশুদের মৃত্যুর ঘটনায় স্বতোঃপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। দিনচারেক আগেই শীর্ষ আদালত জানিয়েছিল, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পথকুকুরের দৌরত্ম্য থামাতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। কারণ ওই প্রতিষ্ঠানের কর্মী এবং অন্যান্যরা খাবার দিয়ে এলাকার মধ্যেই পথকুকুরদের রেখে দেন। সেটা বন্ধ হওয়া দরকার।

কেবল পথকুকুর নয়, জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে যাবতীয় গবাদি পশুকেও সরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জাতীয় সড়ক থেকে গবাদি পশুদের সরানোর জন্য বিশেষ নজরদারি টিম গঠন করা হবে। পথ থেকে পশুদের সরিয়ে শেল্টার হোমে পাঠানোর কাজ করবে এই টিম। যত্রতত্র পশু ঘুরে বেড়ানোর ঘটনা রিপোর্ট করতে জাতীয় সড়কের হেল্পলাইন নম্বরের ব্যবস্থাও করতে হবে।

উল্লেখ্য, পথকুকুরের দৌরাত্ম্য প্রাণ ওষ্ঠাগত হয়েছিল দিল্লিবাসীর। একের পর এক কুকুরের কামড়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। পরিস্থিতি সামাল দিতে প্রথমে দিল্লির রাস্তা থেকে কুকুরদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তে বিতর্ক মাথাচাড়া দিলে দেশব্যাপী পথকুকুরদের সামলাতে নীতি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে কুকুরদের প্রতিষেধক ও বন্ধ্যাত্বকরণে জোর দেওয়া হয়। শেল্টার হোমে বন্ধ্যাত্বকরণের পর ওই এলাকাতেই কুকুরদের ফেরানোর কথা বলা হয়। কিন্তু শুক্রবার বলা হল, ওই এলাকায় ফেরানো যাবে না পথকুকুরদের। গোটা দেশজুড়েই কার্যকর হবে এই সিদ্ধান্ত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement