shono
Advertisement

Breaking News

রাজীব কুমারকে কি হেফাজতে পাবে সিবিআই? শুক্রবার রায় দেবে সুপ্রিম কোর্ট

কমিশনের নির্দেশে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের। The post রাজীব কুমারকে কি হেফাজতে পাবে সিবিআই? শুক্রবার রায় দেবে সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 PM May 16, 2019Updated: 09:40 PM May 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা মামলায় এবার কি সিবিআইয়ের হেফাজতে জেরার মুখে পড়তে হবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে? শুক্রবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এদিকে কমিশনের নির্দেশে মতো এদিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে হাজিরা দিলেন রাজীব কুমার।

Advertisement

[আরও পড়ুন: মূর্তি ইস্যুতে মমতার পাশে অন্য বিরোধীরা, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী]

সারদাকাণ্ডে প্রথমে আইপিএস অফিসার রাজীব কুমারের নেতৃত্বে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সিবিআই তদন্তভার নেওয়ার আগে পর্যন্ত তদন্ত চালিয়েছে রাজ্য সরকারের বিশেষ তদন্তকারী দল বা সিট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, সিট যখন সারদাকাণ্ডে তদন্ত করছিল, তখন প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন রাজীব কুমার। সিবিআইয়ের তদন্তকারীর আধিকারিকদের সঙ্গেও সহযোগিতা করেননি তিনি। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্তে নেমেছে সিবিআই। বস্তুত, কলকাতায় যখন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন তদন্তকারীরা, তখন রীতিমতো বাধার মুখে পড়তে হয় তাঁদের। তৎকালীন পুলিশ কমিশনারের বাড়ির সামনে থেকে সিবিআই আধিকারিকদের থানায় তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশে শেষপর্যন্ত শিলং-এ রাজীবকে সিবিআইয়ের জেরার মুখোমুখি হতে হয়।সুপ্রিম কোর্টে  মামলার শুনানিতে রাজীব কুমারকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছে সিবিআই। আদালতে পালটা হলফনামা দিয়ে রাজীব কুমার বলেছেন, সিবিআই যা করছে, সবটাই রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। গত ২ মে রায় ঘোষণার কথা থাকলেও, শেষপর্যন্ত রায়দান পিছিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র ডিভিশন বেঞ্চ।

এদিকে বিতর্কের মধ্যেই রাজীব কুমারকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাজ্যের এডিজি(সিআইডি) পদে ছিলেন তিনি। কিন্তু কলকাতায় অমিত শাহের রোড-শো-তে অশান্তি ও বিদ্যাসাগর কলেজে দুষ্কৃতী হামলার ঘটনার পর রাজীব কুমারকে এডিজি(সিআইডি) পদ থেকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই এদিন স্বরাষ্ট্রমন্ত্রকে দেখাও করেছেন তিনি। তবে এখনও রাজীব কুমার কোনও পোস্টিং পাননি বলে খবর।

 

The post রাজীব কুমারকে কি হেফাজতে পাবে সিবিআই? শুক্রবার রায় দেবে সুপ্রিম কোর্ট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement