সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় নির্যাতনের হাত থেকে রক্ষা পেতেই পরিবারের সকলের সাথে ভারতে চলে এসেছিল পাকিস্তানের হিন্দু কিশোরী মধু৷ সে দেশের স্কুলে হিন্দু বলে তাকে ভালো চোখে দেখা হত না৷ এমনকি স্কুলের বন্ধু থেকে শিক্ষক সকলেই দূরত্ব বজায় রাখত৷ ভারতে এসে স্কুলে ভর্তি হয়ে পড়াশুনা করার ইচ্ছে ছিল তার৷ কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিচয় পত্র৷ তাই গত দু’বছর ধরে স্কুলে পড়ার স্বপ্ন বাস্তবায়িত হয়নি এই কিশোরীর৷ অবশেষে বিদেশমন্ত্রীর হস্তক্ষেপে স্বপ্নপূরণ হতে চলেছে তার৷
ঘটনাটি প্রচার মাধ্যমের দৌলতে পৌঁছে গিয়েছিল সুষমা স্বরাজের দরবারে৷ তিনিই হস্তক্ষেপ করে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেন৷ ১৭ বছরের মধু নামের এই কিশোরী পাকিস্তান ছেড়ে আসার সময় দশম শ্রেণির ছাত্রী ছিল৷ দিল্লির স্কুলে তাকে নবম শ্রেণিতে ভর্তি করার জন্য গত দু’বছর ধরে চেষ্টা করে চলেছিল তার পরিবার৷ কিন্তু আধার কার্ড না থাকার কারণে বারবার ফিরিয়ে দেওয়া হয়ছে তাকে৷ বিষয়টি দিল্লির মুখ্যমন্ত্রীকে জানিয়েও কোনও ফল হয়নি৷
গত শুক্রবার এই ঘটনা জানার পর সুষমা স্বরাজ টুইট করে মধুকে শনিবার ডেকে পাঠান৷ বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন মধু ও তার পরিবার৷ মধুর কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি আশ্বাস দেন খুব শিগগিরই সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি৷ স্বাভাবিক ভাবেই মধু এবং তার পরিবার আশাবাদী এইবার স্কুলে ভর্তি হওয়ার লড়াই শেষ হবে৷
The post পাক হিন্দু কিশোরীকে পড়াশোনায় সাহায্য সুষমার appeared first on Sangbad Pratidin.