shono
Advertisement

ফের জম্মুতে Drone আতঙ্ক, সাম্বা সেক্টরে ধরা পড়ল সন্দেহজনক গতিবিধি

সীমান্তরক্ষীরা গুলি চালাতেই অদৃশ্য হয়ে যায় যানগুলি।
Posted: 10:44 AM Jul 30, 2021Updated: 11:58 AM Jul 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জম্মুতে ড্রোন (drone) আতঙ্ক। এবার সাম্বা সেক্টরে ধরা পড়ল সন্দেহজনক গতিবিধি।পাক সীমান্ত লাগোয়া এলাকায় ড্রোনের গতিবিধি ধরা পড়ায় আরও সতর্ক ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus: দেশে ফের সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে কেরল]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার তিন জায়গায় ড্রোন দেখা গিয়েছে। এক বিবৃতি জারি করে সীমান্তরক্ষী বাহিনী BSF জানিয়েছে, সাম্বা সেক্টরে পাক সীমান্তের কাছে বেশ কয়েকটি উড়ন্ত আলোর রেখা দেখা যায়। সেগুলিকে নিশানা করে গুলি চালান জওয়ানরা। তারপরই ওই সন্দেহজনক বস্তুগুলি অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, সীমান্তের ওপার থেকেই যানগুলি এসেছিল। বলে রাখা ভাল, গত মাসে জম্মু এয়ারফোর্স স্টেশনে ড্রোন হামলার পর থেকেই সতর্ক ভারতীয় ফৌজ। বুধবার জম্মুর সাতওয়ারি এলাকায় দেখা মেলে ড্রোনের।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সেনা সূত্রে খবর, নজরদারি চালাতে সীমান্তের অন্য দিক থেকে আসে উড়ন্ত যানগুলি। এনিয়ে জম্মুতে ভারতীয় সেনাঘাঁটিগুলির পাশে বেশ কয়েকবার ড্রোনের আনাগোনা দেখা গিয়েছে। চলতি মাসে কয়েকদিন আগেই সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের (Bipin Rawat) সফরের মধ্যেই ড্রোন আতঙ্ক ছড়ায় উপত্যকায়। সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীর সীমান্তের ওপার থেকে ড্রোন হানার নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। এহেন পরিস্থিতিতে পাকিস্তান সীমান্তে ফৌজের প্রস্তুতি খতিয়ে দেখতে জম্মু গিয়েছিলেন জেনারেল রাওয়াত। সেখানে সেনার একাধিক ঘাঁটি পরিদর্শন করেন তিনি।

এদিকে, ড্রোন হানার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলে জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। তাঁর বক্তব্য, জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলায় ‘নন স্টেট অ্যাক্টর’ অর্থাৎ জঙ্গি সংগঠনগুলিকে পাক অর্ডন্যান্স ফ্যাক্টরি মদত দিচ্ছে। নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীরে জাল টাকা, হাতিয়ার ও বিস্ফোরক পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা। উল্লেখ্য, গত জুন মাসে জম্মু এয়ারফোর্স স্টেশনে বোমা ফেলে পালায় দু’টি পাকিস্তানি ড্রোন। সীমান্তের ওপার থেকে এসে হামলা চলিয়েছিল যানগুলি বলে খবর। কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস ছড়ানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনার ভয়ে সরাসরি সংঘাতে না গিয়ে জঙ্গিদের মদতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। এহেন পরিস্থিতিতে ভারতও সন্ত্রাস দমনে সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে।

[আরও পড়ুন: ত্রিপুরায় সাপ্তাহিক কারফিউ, পিছিয়ে গেল অভিষেকের সফর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement