shono
Advertisement
Tahawwur Rana Extradition

রানাই 'মাস্টারমাইন্ড', মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে ১৮ দিনের হেফাজতে পেল NIA, আজই জেরা জঙ্গিদমন শাখার

হেফাজতে থাকাকালীন রানাকে সমস্তরকম চিকিৎসা পরিষেবা দিতে হবে, আইনি সহায়তাও পাচ্ছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি।
Published By: Subhajit MandalPosted: 09:21 AM Apr 11, 2025Updated: 01:09 PM Apr 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড তাহাহুর রানাই (Tahawwur Rana Extradition)! মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে হেফাজতে পাওয়ার পর বিবৃতি দিয়ে জানাল তদন্তকারী সংস্থা NIA। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই হামলার (Mumbai Attack) ওই চক্রীকে ১৮ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান। রানাকে ভারতে ফেরানোর পরে একটি বিবৃতি দিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০০৮ সালের ওই জঙ্গি হানার মূল ষড়যন্ত্রী ছিলেন রানা! রাতের দিকে পাটিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতে তোলা হয় পাক বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিককে। শুনানিতে এনআইএ জানায়, মুম্বই হামলার ষড়যন্ত্রের রহস্য উন্মোচনের জন্য রানাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। জাতীয় তদন্তকারী সংস্থা ২০ দিনের হেফাজত চেয়েছিল। তবে আদালত ১৮ দিনের হেফজত মঞ্জুর করেছে।

নিয়ম অনুযায়ী, ওই জঙ্গিকে আইনি সহায়তা দিয়েছে দিল্লির লিগ্যাল সার্ভিস অথোরিটির আইনজীবী। তিনি জানিয়েছেন, এই হেফাজতের সময় রানার স্বাস্থ্যের যাতে অবনতি না হয়, সেটা খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে এনআইএকে। তাকে সমস্তরকম চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে এনআইএ বাড়তি সময় হেফাজতে পেতে চাইলে ফের আবেদন করতে হবে তাঁকে। হেফাজতে পাওয়ার পরই রানাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছে এনআইএ। ওই বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু বছরের চেষ্টার পর এনআইএ মুম্বই হামলার ওই মাস্টারমাইন্ডকে প্রত্যর্পণ করা সম্ভব হয়েছে। আগামী ১৮ দিন ওই হামলার ষড়যন্ত্রের নেপথ্যের রহস্য উন্মোচনে জেরা করা হবে রানাকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রানাকে রাখা হয়েছিল দিল্লির এনআইএ সদর দপ্তরে। আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএর বিশেষ সন্ত্রাসদমন শাখা।

বৃহস্পতিবার রানার একটি ছবিও প্রকাশ্যে এসেছে। ছবিটি পিছন থেকে তোলা। সেখানে এনআইএ আধিকারিকদের সঙ্গে তাকে দেখা যাচ্ছে। মুখ বোঝা না গেলেও দীর্ঘ সাদা দাড়ি ও সাদা চুল পরিষ্কার দেখা গিয়েছে। পরনে খয়েরি রঙের পোশাক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে হেফাজতে পাওয়ার পর বিবৃতি দিয়ে জানাল তদন্তকারী সংস্থা NIA।
  • বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই হামলার ওই চক্রীকে ২১৮ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।
  • বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান।
Advertisement