shono
Advertisement

মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়, মত টেলিকম ইন্ডাস্ট্রির

টেলিকম ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ বিষয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই। The post মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়, মত টেলিকম ইন্ডাস্ট্রির appeared first on Sangbad Pratidin.
Posted: 04:41 PM Apr 16, 2017Updated: 04:00 PM Oct 09, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল টাওয়ারের রেডিয়েশন থেকে হচ্ছে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি। এ ধারণা প্রায় দৃঢ় হয়ে চেপে বসেছে সাধারণ মানুষের মনে। সম্প্রতি গোয়ালিয়রে একটি মোবাইল টাওয়ার বন্ধের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আর এ নিয়েই টেলিকম বিশেষজ্ঞদের মতামত, টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়।

Advertisement

Paytm-এ টাকা পাঠালেই মিলবে সেক্স পার্টনার, তদন্তে পুলিশ ]

এক পিটিশনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও টেলিকম ইন্ডাস্ট্রি এতে মোটেও খুশি নয়। এমনিতেই নানা কারণে টেলিকম ইন্ডাস্ট্রি নানা সংশয়ের মুখে দাঁড়িয়ে। সেখানে এই ধরনের মতামত ইন্ডাস্ট্রির পক্ষে আরও ক্ষতিকর হতে পারে বলেই মত। সেলুলার অপারেটরস অ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়া-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের এ নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেননা মোট চারটি ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড(ইএমএফ) সংক্রান্ত মামলাকে একসঙ্গে করা হয়েছে। যদিও দেশের আটটি উচ্চ আদালত জানিয়েছে, এই রেডিয়েশন স্বাস্থ্যে জন্য ক্ষতিকর নয়। পুরো রায়টি যাতে সাধারণ মানুষ ভাল করে পড়ে দেখেন তারও অনুরোধ করা হচ্ছে। একটি বিশেষ ক্ষেত্রকেই যেন সাধারণ হিসেবে ধরে না নেওয়া সেই আর্জি জানাচ্ছেন ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা।

ফোনে তিন তালাকে অস্বীকার, মহিলাকে অ্যাসিড ছুড়ল শ্বশুরবাড়ির লোকেরা ]

এই নির্দেশের সঙ্গে আরও একটি বিষয় মাথাচাড়া দিয়েছিল। এর ফলে যে কেউ সেলুলার টাওয়ারের বিষয়ে স্বাস্থ্যহানির অভিযোগ দাখিল করতে পারেন। সেক্ষেত্রে একটি করে টাওয়ার বন্ধ হলে মারাত্মক চাপের মুখে পড়বে ইন্ডাস্ট্রি। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা DoT-এর তরফে বিভিন্ন গবেষণাপত্রের উল্লেখ করে জানানো হয়েছে, এই রেডিয়েশন থেকে যে স্বাস্থ্যের ক্ষতি হয় তার কোনও বিজ্ঞানভিত্তিক প্রমাণ এখনও প্রতিষ্ঠিত হয়নি। কেননা ডট রেডিয়েশনের নির্দিষ্ট মাত্রা বেঁধে দিয়েছে। এছাড়া এলাহাবাদ হাই কোর্ট একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল, যে কমিটিও এই রেডিয়েশনের স্বাস্থ্যহানির বিষয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এই উল্লেখ করেই টেলিকম ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ বিষয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই।

এখনও বিজেপির স্বর্ণযুগ আসেনি, আসবে বাংলা জয় করলে: অমিত শাহ ]

The post মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়, মত টেলিকম ইন্ডাস্ট্রির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার