shono
Advertisement
Uttar Pradesh

মন্দিরের দেওয়ালে 'আই লাভ মহম্মদ' ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশ, কড়া পদক্ষেপের দাবি হিন্দুত্ববাদীদের

দুই দল গঠন করে অপরাধীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
Published By: Hemant MaithilPosted: 05:08 PM Oct 25, 2025Updated: 05:34 PM Oct 25, 2025

হেমন্ত মৈথিল: 'I Love Muhammad' বা 'মহম্মদকে ভালোবাসি' প্রচারকে কেন্দ্র করে চাপানউতোর বেড়েছে গোটা উত্তরপ্রদেশে। এরইমাঝে উত্তরপ্রদেশের আলিগড়ে ৫টি মন্দিরের গায়ে দেখা গেল 'আই লাভ মহম্মদ'। কালি দিয়ে কেউ বা কারা মন্দিরের গায়ে লিখেছে এই স্লোগান। ঘটনা নজরে আসতেই স্বাভাবিকভাবেই উত্তেজনা চরম আকার নিয়েছে। অপরাধীদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে উত্তরপ্রদেশের করণী সেনা ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিগড়ের লোধা এলাকার বুলাকগড়ি ও ভগবানপুর দুটি গ্রামের ৫টি মন্দিরে এই ঘটনা ঘটে। রাতের অন্ধকারে কেউ বা কারা মন্দিরের দেওয়ালে লিখে দিয়ে যায় 'আই লাভ মহম্মদ'। শনিবার সকালে এই ঘটনা গ্রামবাসীদের নজরে এলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণী সেনা। ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওই লেখা মুছে ফেলে। এদিকে পালটা পুলিশের বিরুদ্ধে সরব হয় করণী সেনা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শচীন নামে করণী সেনার এক নেতাকে আটক করে পুলিশ। এই ঘটনায় আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এই ঘটনায় করণী সেনার অন্যতম শীর্ষ নেতা জ্ঞানেন্দ্র সিং চৌহান-সহ আরও বহু মানুষ ভিড় জমান সেখানে। অপরাধীদের গ্রেপ্তারের দাবি চলে বিক্ষোভ ও স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুই দল গঠন করে অপরাধীদের খোঁজ শুরু হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, "পরিকল্পিতভাবে এলাকার শান্তি ও সম্প্রীতি নষ্ট করার জন্যই কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় যারাই লিপ্ত থাক তাঁদের রেয়াত করা হবে না। গোটা ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি আমরা।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের আলিগড়ে ৫টি মন্দিরের গায়ে লেখা হল 'আই লাভ মহম্মদ'।
  • ঘটনা নজরে আসতেই অপরাধীদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছে উত্তরপ্রদেশের করণী সেনা ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
  • দুই দল গঠন করে অপরাধীদের খোঁজ শুরু করেছে পুলিশ।
Advertisement