shono
Advertisement

‘৩ বছরে কাশ্মীরে ইট ছুঁড়তে সাহস করেনি জঙ্গিরা’, ৩৭০ ধারা বিলোপ নিয়ে বিরোধীদের খোঁচা শাহর

ত্রিপুরার সভা থেকে রাহুল গান্ধীকে নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
Posted: 09:25 PM Jan 05, 2023Updated: 09:29 PM Jan 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা (Article 370) বাতিল নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিপুরার (Tripura) সভায় রাহুল গান্ধীকে নিশানা করে বৃহস্পতিবার অমিত শাহ (Amit Shah) রীতিমতো ধুয়ে দিয়েছেন। তিনি বলেন, ”সংসদে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের বিল এনেছিলাম। তাতে কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল-সহ বিরোধীরা কাকের মতো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলেন। ওই বিল পাশ হলে কাশ্মীরে রক্তগঙ্গা বইবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। অথচ বিল পাস হয়েছে তিন বছর অতিক্রান্ত। রক্তগঙ্গা বয়ে যাওয়া দূরে থাক, কারও ইট-পাটকেল ছুঁড়তে এখন সাহস হচ্ছে না।” এ সপ্তাহেই স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) একটি রিপোর্ট অনুযায়ী, কাশ্মীরে শান্তি ফিরেছে। এদিন অমিত শাহর বক্তব্যেও একই সুর। 

Advertisement

বৃহস্পতিবার সাব্রুমে ‘জনবিশ্বাস যাত্রা’র সূচনা ঘিরে আয়োজিত জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস, কমিউনিস্ট-সহ বিরোধীদের এভাবেই নিশানা করেছেন। এদিন তিনি বলেন, ”কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু, স্বাধীনতার পরবর্তী ৭০ বছরে কংগ্রেস ও কমিউনিস্টরা ৩৭০ ধারাকে বাচ্চার মতো কোলে তুলে যত্ন করেছিল। তবে, ২০১৯ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে দিয়েছেন।” রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করে অমিত শাহর তোপ, ”কাশ্মীরে গত তিন বছরে রক্তগঙ্গা বয়ে যাওয়া দূরে থাক, একটি ইট পাটকেল ছুড়তে কারোর সাহস হয়নি।”

[আরও পড়ুন: আরও বিপাকে ববিতা, এবার পরেশকন্যার থেকে পাওয়া ১৫ লক্ষ টাকা ব্যাংকে গচ্ছিত রাখার নির্দেশ হাই কোর্টের]

তাঁর অভিযোগ, ”মনমোহন সরকারের জমানায় কাশ্মীর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অনুপ্রবেশকারীরা ঢুকে পড়তেন। জঙ্গিরা সীমান্ত ডিঙিয়ে এ পাড়ে এসে আমাদের জওয়ানদের উপর হামলা করতেন। প্রধানমন্ত্রী মোদীকেও তাঁদের মতোই দুর্বল ভেবেছিলেন। কিন্তু পুলওয়ামা, উরি হামলার ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী মোদী সার্জিক্যাল স্ট্রাইক করে দেখিয়ে দিয়েছেন। এভাবেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বুঝিয়েছেন, সীমা এবং সেনাবাহিনীর উপর হামলার কড়া জবাব দেবেই ভারত।”

[আরও পড়ুন: ‘প্রিয় দিদি’কে জন্মদিনের শুভেচ্ছা, মমতাকে ‘মিষ্টি’ উপহার পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement