shono
Advertisement

থারুরের ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জন্য ক্ষমা চাক রাহুল, দাবি বিজেপির

কী বললেন সম্বিত পাত্র? The post থারুরের ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জন্য ক্ষমা চাক রাহুল, দাবি বিজেপির appeared first on Sangbad Pratidin.
Posted: 06:12 PM Jul 12, 2018Updated: 06:42 PM Jul 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শশী থারুরের ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যে ক্ষিপ্ত বিজেপি। কেন দেশকে অবমাননা করছে কংগ্রেস? এই নিয়ে আজ সরব হয়েছেন বিজেপি নেতারা। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের দাবি, এহেন মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর।

Advertisement

[  সেনায় যোগ দিতে না পারায় ফেসবুক লাইভে আত্মঘাতী যুবক ]

দেশে একটি বিশেষ ধর্মের আগ্রাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস নেতা শশী থারুর। তাঁর বক্তব্য, যে দেশ এক ধর্মকে ক্রমাগত প্রাধান্য দিয়ে যায় এবং সংখ্যালঘুদের পদানত করে, সে আসলে হিন্দু পাকিস্তানে পরিণত হচ্ছে। অর্থাৎ পাকিস্তানের মতো মৌলবাদী দেশে পরিণত হচ্ছে ভারত। এই মন্তব্যের জেরেই ক্ষিপ্ত বিজেপি নেতৃত্ব। কেন থারুর এরকম মন্তব্য করেছেন, বারবার তার ব্যাখ্যা তলব করেছেন বিজেপি নেতারা। অন্যদিকে শশী নিজেকে সমর্থন করে বলে গিয়েছেন, তিনি কী এমন ভুল কথা বলেছেন, যার জন্য ক্ষমা চাইতে হবে! তাঁর বক্তব্য, তিনি যা বলেছেন সেই অবস্থান থেকে সরছেন না। যদি বিজেপি হিন্দু রাষ্ট্র না চায়, তবে তা খোলাখুলি স্বীকার করছে না কেন?

এ নিয়েই চলছে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র সাফ জানিয়েছেন, ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম গণতন্ত্র। সেই দেশকে পাকিস্তানের সঙ্গে তুলনা করা অন্যায়। জঘন্য মানসিকতার পরিচয়। কংগ্রেস যে কোনও উপায়ে দেশের অবমাননা করতে চায় বলেই অভিযোগ তাঁর। সেই সঙ্গে বিজেপি নেতার দাবি, কংগ্রেস হিন্দুদেরও অপমান করতে চায়। পাকিস্তানের সঙ্গে তুলনা করে কংগ্রেসের পাক তোষণ নীতি আর গোপন থাকছে না। এ কারণে কংগ্রেস সভাপতি ক্ষমা চাক এমনটাই দাবি তাঁর। কংগ্রেস  ভারতের গণতান্ত্রিক চরিত্রের উপর আঘাত হানছে, আর এটা ক্রমশ বিরোধীদের স্বভাব হয়ে উঠছে বলেও মনে করেন তিনি।

The post থারুরের ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জন্য ক্ষমা চাক রাহুল, দাবি বিজেপির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার