নন্দিতা রায়, নয়াদিল্লি: মনরেগায় কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য ৫২ হাজার কোটি টাকা বকেয়া পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। স্পষ্ট কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কথাতেই। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় জিরামজি বিল পাশ করার পরেই 'বাংলার টাকা দেওয়া হবে যতটা বৈধ ততটাই' বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। সংসদের অন্দরে নিজের ঘরে সামনে দাঁড়িয়ে স্পষ্ট বললেন, "তদন্ত করে দেখা হচ্ছে। তা সম্পন্ন হওয়ার পরেই টাকা দেওয়া হবে।"
শিবরাজের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। বাংলার তরফ থেকে যে রাজ্যের তরফে ৫২ হাজার কোটি টাকা বকেয়ার দাবি তোলা হচ্ছে তা যে তারা কোনেওভাবেই মেনে নেবে না বরং কেন্দ্রের হিসাবে যে তিন হাজার কোটি টাকার কিছু বেশি টাকাই মাত্র বাংলার প্রাপ্য হিসাবে তারা মনে করছে। এমনকী সেটিও দেওয়া হবে কিনা তা-ও খতিয়ে দেখার পরেই ঠিক হবে সেকথা কার্যত ঘুরপথে বলে দিলেন শিবরাজ। বরং বাংলাতে মনরেগার কাজ শুরু করার জন্য কেন্দ্র যে অনুমতি দিয়ে দিয়েছে সেই বিষয়টিকেই তুলে ধরেন তিনি। জিরামজি বিল নতুন আইনে পরিণত হয়ে কার্যকর হওয়ার আগেই রাজ্যগুলির মনরেগা প্রকল্পের টাকা মেটানোর কথা বলা হয়েছে। কিন্তু সেই অঙ্কের মধ্যে যে শিবরাজ বাংলাকে রাখতে চাইছেন না এদিন তাঁর বক্তব্য থেকেই তা পরিষ্কার হয়ে গিয়েছে।
এদিন বিকেলেই বিজেপির সদর দপ্তর থেকে জিরামজি বিল নিয়ে বিরোধিদের প্রতিবাদের সমালোচনার পরেই বাংলাকে টাকা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। তাতে শিবরাজের জবাব, "ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বকেয়া টাকা দেওয়া হবে, তবে তদন্ত শেষ হওয়ার পরেই।" বাংলায় মনরেগার কাজ শুরু করার জন্য কেন্দ্রের তরফ থেকে অনুমতি দেওয়া হলেও তাতে একগুচ্ছ শর্ত চাপানো হয়েছে। বাংলার উপর যে সমস্ত শর্ত চাপানো হয়েছে তার তীব্র প্রতিবাদ করে কেন্দ্রের অর্ডারের কপি প্রকাশ্যেই ছিঁড়ে ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
