shono
Advertisement

Breaking News

‘কোনও তৃতীয় ফ্রন্ট নয়, বিজেপিকে হারাতে চাই একটাই ফ্রন্ট’, বলছেন নীতীশ কুমার

তৃতীয় ফ্রন্টের সাফল্য নিয়ে আশাবাদী নন বিহারের মুখ্যমন্ত্রী!
Posted: 06:43 PM Dec 11, 2022Updated: 06:43 PM Dec 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও তৃতীয় ফ্রন্ট নয়, বিজেপিকে (BJP) হারাতে হলে দেশজুড়ে গড়তে হবে একটাই ফ্রন্ট। ফের স্পষ্ট করে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার (Nitish Kumar)। নীতীশ স্পষ্ট বলছেন, তিনি চান দেশজুড়ে একটিই ফ্রন্ট তৈরি হোক। সেই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য তাঁর তরফে যা যা করার, সেটা তিনি করবেন বলেও দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

Advertisement

মাস কয়েক আগেই বিজেপির সঙ্গ ছেড়ে বিরোধী শিবিরে শামিল হয়েছেন জেডিইউ (JDU) সুপ্রিমো। এই মুহূর্তে তাঁর দল জেডিইউ আরজেডি (RJD) এবং কংগ্রেসের সঙ্গে বিরোধী মহাজোটের অংশ। বস্তুত, সরকারিভাবে ইউপিএ-তে (UPA) যোগ দিয়েছেন নীতীশ কুমার। বিজেপির সঙ্গ ছাড়া ইস্তক গেরুয়া শিবিরের বিরোধিতায় সুরও চড়িয়ে চলেছেন তিনি। আপাতত তাঁর লক্ষ্য ২০২৪ সালে বিজেপিকে কেন্দ্র থেকে গদিচ্যুত করা। রাজনৈতিক মহলের মতে, বিহারের মুখ্যমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনাও রয়েছে। প্রকাশ্যে সেকথা স্বীকার না করলেও বিরোধী জোট গঠনে যে তিনি প্রবলভাবে আগ্রহী, সেটা বারবার বুঝিয়ে দিয়েছেন নীতীশ।

[আরও পড়ুন: ‘খারাপ’ বায়োমেট্রিক, দেশপ্রিয় পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের]

ইতিমধ্যেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে দেখা করেছেন তিনি। কে চন্দ্রশেখর রাও, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতো হেভিওয়েট নেতাদের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে খবর। তবে কেসিআর, বা অরবিন্দ কেজরিওয়ালরা (Arvind Kejriwal) বরাবর সওয়াল করে আসছেন অকংগ্রেসি, অবিজেপি ফ্রন্টের পক্ষে। কিন্তু নীতীশ কুমার তেমন ফ্রন্টের পক্ষে নন। তিনি সাফ বলে দিচ্ছেন, কোনও তৃতীয় ফ্রন্ট নয়। বিজেপিকে হারাতে একটাই প্রধান ফ্রন্ট তৈরি হবে। নীতীশ নিজেই জানিয়েছেন, সমমনস্ক দলগুলিকে এক ছাতার তলায় আনতে পরিশ্রম করে চলেছেন তিনি নিজেই। নীতীশের দাবি, বিজেপি তাঁর দলকে পিছন থেকে ছুরি মেরেছে। ২০২০ বিধানসভায় জেডিইউয়ের আসন সংখ্যা কমার নেপথ্যেও বিজেপিই দায়ী বলে অভিযোগ করেছেন দলের শীর্ষ নেতা।

[আরও পড়ুন: টেট সফল করতে মরিয়া পর্ষদ, পাঁচটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে সভাপতি গৌতম পাল]

বস্তুত, ভারতীয় রাজনীতি তৃতীয় কোনও ফ্রন্ট তৈরি করে সাফল্যের নজির তেমন নেই। কংগ্রেস এবং বিজেপিকে বাদ দিয়ে কোনও সরকার গঠন করার ভাবনা বর্তমান পরিস্থিতিতেও প্রাসঙ্গিক নয় বলেই মনে করছেন জেডিইউ নেতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement