সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ নির্বাচনের পর অন্তর্বর্তী বাজেট নিয়ে সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ রীতিমতো প্রশংসিত হয়েছিল। ২০২৫ সালে পূর্ণাঙ্গ বাজেট নিয়ে অভিষেকের ভাষণ আরও ঝাঁজাল আরও তথ্য নির্ভর। তথ্য তুলে ধরে অভিষেক দাবি করলেন, নির্মলা সীতারমণের বাজেট আসলে সোনার হরিণের মতোই মরীচিকা। গরিব বিরোধী।
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে রিভার্স রবিনহুডের সরকার বলে কটাক্ষ করলেন অভিষেক। তাঁর দাবি, রবিনহুড বড়লোকের থেকে লুট করে গরিবদের দিতেন। আর এই সরকার গরিবের টাকা লুট করে ধনীদের দিচ্ছে। অভিষেকের অভিযোগ, "নির্মলা সীতারমণের বাজেট ভুল বোঝানোর বাজেট। বিজেপির প্রোপাগান্ডার বাজেট। দেশের অর্থনীতি রাবণের হাতে চলে গিয়েছে। উন্নয়নের ধুয়ো তুলে এই বাজেটে অর্থনীতির বিপর্যয়কে বেমালুম লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে।"
অভিষেকের দাবি, নির্মলার বাজেট হাফ ট্রুথ, হাফ ফেডারেলিজম, হাফ মিনিস্টার, হাফ বেকড অ্যানসার, হাফ অ্যাকাউন্টেবিলিটি, হাফ ডেলিভারির বাজেট। এতে গরিবের জন্য কিছু নেই। রামায়ণে মা সীতা যেমন সোনার হরিণ দেখে বিভ্রান্ত হয়েছিলেন, এই বাজেটে সাধারণ নাগরিকও সেভাবে বিভ্রান্ত হয়েছে। প্রকাশ্যে এই বাজেট যতই উন্নয়ন এবং করছাড়ের কথা বলা হোক, সেটা আসলে পরোক্ষ কর এবং মূল্যবৃদ্ধির বাজেট। কৃষক সমস্যা থেকে শুরু করে কর্পোরেটদের জন্য খয়রাতি সব ইস্যু তুলেই কেন্দ্রকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বললেন, এই সরকার অর্ধসত্য প্রকাশ করছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, দায়িত্বজ্ঞানহীন, পরিকল্পনাহীন সরকার।
বাংলার বঞ্চনা ইস্যুতে অভিষেকের বক্তব্য, পাশের রাজ্য বিহারে শুধু বিজেপি সরকারে আছে বলে বিহার বোনাঞ্জা পাচ্ছে। আর বাংলায় বিজেপি ক্ষমতায় নেই বলে বাংলা পাচ্ছে বঞ্চনা। বাংলার জন্য উল্লেখযোগ্য একটি আর্থিক প্যাকেজ বা বড় প্রকল্প ঘোষণা করা হয়নি। উলটে বাংলা বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছে ১.৭ লক্ষ কোটি টাকা পাওনা। সেই বকেয়াও মেটানো হচ্ছে না। অভিষেকের ভাষণে একদিকে যেমন রামায়ণ প্রসঙ্গ উঠে এসেছে অন্যদিকে তেমনই উঠে এসেছে আমির খানের ছবি থ্রি ইডিয়টসের প্রসঙ্গও। অভিষেক দাবি করেন, থ্রি ইডিয়টসের ভাইরাসের মতোই এই বাজেট শুধুই র্যাঙ্কিংয়ের কথা বলে, শুধুই সংখ্যাতত্ত্বের কথা বলে, আসল সমস্যা এড়িয়ে যায়। ব্রিটিশ আমলে যেমন সরকার মুখে সংস্কারের কথা বলত কিন্তু ভারতের সম্পদ লুট করত, এই বিজেপি সরকারও সেটাই করছে।
