বুদ্ধদেব সেনগুপ্ত: মুখ ভরতি কাঁচা-সাদা ঘন দাড়ি, মাথা ভরতি চুল। কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় এভাবেই ধরা দিয়েছিলেন রাহুল গান্ধী। তবে সেই কর্মসূচির পর অবশেষে নিজের লুক সম্পূর্ণ বদলে ফেললেন রাহুল (Rahul Gandhi)।
কেমব্রিজ বিজনেস স্কুল, আন্তর্জাতিক সম্পর্ক এবং গণতন্ত্র বিষয়ক একটি আলোচনাসভার আয়োজন করেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) স্কুল অফ বিজনেসের পড়ুয়াদের সামনে ভাষণ দেওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েই বুধবার ব্রিটেনে পৌঁছে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আন্তর্জাতিক সম্পর্ক, গণতন্ত্র-সহ একাধিক বিষয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেওয়ার কথা তাঁর। পাশাপাশি ৫ মার্চ পশ্চিম লন্ডনের ভারতীয় বাসিন্দাদের উদ্দেশেও ভাষণ দেবেন তিনি। আর সেই সফরের জন্য পালটে ফেললেন নিজের চেহারা।
[আরও পড়ুন: ‘না পোষালে ছেড়ে দিন, কেন্দ্রীয় সরকারের চাকরি করুন’, এবার ডিএ আন্দোলনকারীদের তোপ ফিরহাদের]
দাড়ি কেটে একেবারে ছোট করে ফেললেন। বদলে ফেলেছেন হেয়ার স্টাইলও। ‘ভারত জোড়ো যাত্রা’র সময় গত সেপ্টেম্বর উল্লেখযোগ্য বদল ঘটেছিল রাহুলের চেহারায়। চর্চায় উঠে এসেছিল তাঁর লুক। বাড়তে থাকা সাদা-কালো দাড়ি আর চুলের বহর দেখে অনেকেই তাঁকে কার্ল মার্সকের সঙ্গেও তুলনা করেছিলেন। আবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুলকে সাদ্দাম হোসেন বলে কটাক্ষ করেন। তবে এবার নিজের চেনা চেহারাতেই ফিরে গেলেন রাহুল।