সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক-বিবাহ অনুষ্ঠান। চলছিল নাচ-গান। আনন্দে মুখরিত চারদিক। শূন্যে চলছিল গুলি। আর সেই উদযাপনের মুহূর্তই ডেকে আনল তীব্র শোক! গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাল দুই নাবালক। শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাহতে। মৃতদের নাম সুহালি (১২) এবং শাহখাদ (১৭)।
ঠিক কী হয়েছিল? এদিন রাতে ইটাহর উমাই আসাদনগর গ্রামে একটি প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছিল। নাচ-গান-আনন্দে মেতে ছিল সকলে। সেই সময় আচমকাই আনন্দ উদযাপন করতে গিয়ে এক ব্যক্তি শূন্যে গুলি ছোঁড়েন। অভিযোগ, ওই গুলিতেই মৃত্যু হয় দুই নাবালকের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর আহত অবস্থায় অন্য নাবালককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেহগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এলাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্বেতাম্ভ পান্ডে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আনন্দ উদযাপন করতে গিয়ে শূন্যে গুলি চালানো হয়। সেই গুলির আঘাতেই মৃত্যু হয়েছে দুই নাবালকের। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
