সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাভেলিং টিকিট পরীক্ষক (TTE) সেজে যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বারাণসী রেল পুলিশ। ধৃতের নাম আদর্শ জয়সওয়াল। তিনি মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ওই যুবক বি টেক পাশ। তবে চাকরি পাচ্ছিলেন না। এদিকে চাকরি পেলে তবেই তাঁর সঙ্গে মেয়ের বিয়ে দেবে বলে জানিয়ে দেয় প্রেমিকার পরিবার। এই অবস্থায় TTE সেজে প্রতারণা করে রোজগারের পথ বেছে নেন ওই যুবক।
মধ্যপ্রদেশ থেকে বারাণসী আসার আগে গ্রামের বাড়ির কাছে একটি সাইবার ক্যাফেতে TTE-র ভুয়ো পরিচয়পত্র তৈরি করেন আদর্শ। এরপর বারাণসীতে এসে টিকিট পরীক্ষকের কাজ শুরু করেন। পরিকল্পনা অনুযায়ী সব ঠিকই চলছিল তাঁর। এরই মধ্যে জ্যোতি কিরণ নামে এক যাত্রীকে জনতা এক্সপ্রেসের টিকিট বিক্রি করেন আদর্শ। সেই টিকিটে কোচ নম্বর হিসাবে উল্লেখ ছিল বি ৩। এদিকে ট্রেন ধরতে গিয়ে ওই যাত্রী দেখতে পান বি ৩ কোচই নেই। এরপরেই অভিযোগ দায়ের করেন তিনি।
এদিকে বেশ কয়েকদিন আগেই এমনই আরও একটি অভিযোগ পেয়েছিল রেল। দীনেশ যাদব নামে এক যাত্রীকে মুম্বই যাওয়ার জন্য টিকিট বিক্রি করেছিলেন আদর্শ। পরে জানা যায়, সেই টিকিটটি ভুয়ো। এছাড়াও আরও বেশকয়েকটি অভিযোগ জমা পরেছিল রেলের কাছে। এরপরই আদর্শর বিষয়ে যাবতীয় তথ্য জোগাড় করার পরই তাঁকে গ্রেপ্তার করে বারণসী রেল পুলিশ।
