shono
Advertisement

Breaking News

Union Budget 2026

রবিতে বাজেট পেশ মোদি সরকারের, সম্ভাবনাময় এই সেক্টর ও শেয়ারগুলিতে থাকবে বাড়তি নজর

বাজেট মানেই শেয়ার বাজার ও একাধিক সেক্টরে লক্ষ্মীলাভ। এবারের বাজেটে কোন কোন ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে তার আভাস দিল বিখ্যাত ব্রোকারেজ সংস্থা মোতিলাল ওসওয়াল।
Published By: Amit Kumar DasPosted: 07:41 PM Jan 31, 2026Updated: 09:06 PM Jan 31, 2026

রবিবার সংসদে পেশ হতে চলেছে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট। বিশেষ উৎসবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঝুলি থেকে কী কী বের হয় সেদিকেই বাড়তি নজর গোটা দেশের। বাজেট মানেই শেয়ার বাজার ও একাধিক সেক্টরে লক্ষ্মীলাভ। ফলে মুখিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। এহেন পরিস্থিতির মাঝেই এবারের বাজেটে কোন কোন ক্ষেত্রে জোয়ার আসতে চলেছে তার আভাস দিল বিখ্যাত ব্রোকারেজ সংস্থা মোতিলাল ওসওয়াল।

Advertisement

ওই সংস্থার মতে, এবারের বাজেটে উপভোক্তা সেক্টরে বড়সড় চমক দিতে পারে সরকার। মধ্যবিত্ত ও গ্রামীণ ভারতের ক্রয়ক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ নেওয়া হতে পারে। এমজিএনআরইজিএ (MGNREGA), কিষাণ যোজনা, আবাস যোজনার মতো প্রকল্পে বরাদ্ধ বৃদ্ধি পেতে পারে। সোনা ও রুপোর উপর সরকারের বর্তমান জিএসটি ৩ শতাংশ। তা কমিয়ে ১.২৫ বা ১.৫ শতাংশ করা হতে পারে। এর ফলে, টাইটান, কল্যাণ জুয়েলার্স, আইটিসি, পিএন গাডগিলের মতো শেয়ার বৃদ্ধি পেতে পারে।

এই বাজেটে পরিকাঠামো উন্নয়ন বা ক্যাপেক্স (Capex) সেক্টরে বরাদ্দ পাড়াতে পারে সরকার। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন ২.০-তে প্রায় ১.৫ ট্রিলিয়ন টাকার সংশোধিত প্রকল্পের ঘোষণা করা হতে পারে। প্রতিরক্ষা খাতেও এবার ব্যাপক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে এই সেক্টরের শেয়ারগুলিতে জোয়ার আসতে পারে। বাড়তে পারে এবিবি, এলঅ্যান্ডটি, হিটাচি এনার্জি, কেইসি, বিইএল, সিমেন্স, বিডিএল, এইচএএল-এর শেয়ারের দাম।

এর পাশাপাশি কনজিউমার ডিউরেবলস ও বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষেত্রেও বড় বিনিয়োগ হতে পারে। পিএম কুসুম যোজনায় বড় ছাড় দেওয়া হতে পারে। যার প্রভাব পড়বে এই সংক্রান্ত বাজারে। শেয়ারের দাম বাড়তে পারে কেইআই ইন্ডাস্ট্রিজ, ক্রাম্পটন গ্রিভস, পলিক্যাব ইন্ডিয়ার মতো শেয়ারগুলিতে।

(শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। ফলে কোনও শেয়ারে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement