সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই নৌকা। পারাপার করার সময় মাঝ নদীতেই উলটে গেল সেটি। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১৫ জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। আহত বহু। অনেকেই যমুনা নদীর জলে ভেসে গিয়েছেন। তাঁদের উদ্ধারের প্রচেষ্টা চলছে। ইতিমধ্যে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বাগপাত জেলার কাথা গ্রামে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল নৌকাটি। অতিরিক্ত যাত্রী তোলার কারণে মাঝ নদীতেই উলটে যায় সেটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষজন। খবর দেওয়া পুলিশ-প্রশাসনকেও। শুরু হয় উদ্ধারকার্য। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে। এছাড়াও ঘটনাস্থলে গিয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষরাও। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, অপর একটি দুর্ঘটনায় বিহারের মারাঞ্চিতে গঙ্গায় ডুবে ছ’জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।
The post মাঝ নদীতে উলটে গেল নৌকা, মৃত অন্তত ১৫ appeared first on Sangbad Pratidin.