সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বোধনের পর থেকেই রামমন্দিরের (Ayodhya Ram Mandir) নিরাপত্তার দায়িত্ব নেবে উত্তরপ্রদেশ পুলিশ। এতদিন পর্যন্ত অযোধ্যায় রামমন্দির এলাকায় নিরাপত্তা দিত সিআরপিএফ। ধাপে ধাপে সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হবে বলেই খবর। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রামমন্দিরের। ওইদিনই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তার পর থেকেই সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা।
[আরও পড়ুন: দ্রুত ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেটর হতে চলেছেন নীতীশ! খাড়গের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা]
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই অযোধ্যার (Ayodhya) ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিআরপিএফকে। তার পর থেকে দীর্ঘদিন রামমন্দির চত্বরের নিরাপত্তা মোতায়েন করে রেখেছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনী। ২০০৫ সালে মন্দির চত্বরে জঙ্গি হামলার ছকও বানচাল করে দেয় সিআরপিএফ। হামলাকারী ৫ জঙ্গিকেও নিকেশ করা হয়। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির বানানোর পক্ষে রায় দেয়। সেই সঙ্গে শীর্ষ আদালত আরও জানায়, পাঁচ একর জমির উপর আলাদা একটি মসজিদও বানাতে হবে।
সেই রায়ের প্রায় পাঁচ বছর আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হবে রামমন্দিরের। প্রতিষ্ঠিত হবে রামলালার মূর্তি। তার পর থেকেই মন্দির চত্বরের নিরাপত্তার ভার নেবে যোগী আদিত্যনাথের পুলিশ। সূত্রের খবর, মন্দিরের নিরাপত্তা বজায় রাখার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হবে উত্তরপ্রদেশ পুলিশের তরফে। বেশ কয়েকটি স্তরে ভাগ করা হবে মন্দিরের নিরাপত্তা, এমনটাই জানা গিয়েছে। ধাপে ধাপে প্রত্যাহার হবে সিআরপিএফ নিরাপত্তা।