সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাতজোরে বাঁচলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)! বারাণসী থেকে তাঁর হেলিকপ্টারের উড়ানের পরই পাখির ধাক্কা। সঙ্গে সঙ্গে কপ্টারের জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। শেষে রাজ্য সরকারের বিমানে লখনউ ফিরলেন তিনি। রবিবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে।
সরকারি কাজে বারাণসী (Varanasi) এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি। তার পর বারাণসীতেই রাত্রিবাস করেন। পরিকল্পনা ছিল রবিবার সকালে বারাণসীর পুলিশ লাইন থেকে কপ্টারে চেপে লখনউ ফিরে যাবেন। এদিন সকালে কপ্টার রওনা হতেই বিপত্তি।
[আরও পড়ুন: উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি ফাঁস! ভুয়ো নথি দিয়ে চাকরি অন্তত আড়াই হাজারের]
জানা গিয়েছে, টেক অফ করার পরই পাখি ধাক্কা মারে কপ্টারে। বিপদ বুঝে তড়িঘড়ি কপ্টার অবতরণ করান পাইলট। এরপর কপ্টার এড়িয়ে সড়কপথে এলএসবিআই বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে বিমানে লখনউ রওনা জদেন। কপ্টারের জরুরি অবতরণ প্রসঙ্গে বারাণসীর জেলাশাসক কৌশলরাজ শর্মা জানান, পাখির ধাক্কার জেরে কপ্টারের জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট।