shono
Advertisement
Uttar Pradesh

'বিনিয়োগের নতুন যুগ এসেছে উত্তরপ্রদেশে', সরকারের অষ্টম বর্ষপূর্তিতে উচ্ছ্বসিত যোগী

যোগীর দাবি, উত্তরপ্রদেশের বাসিন্দারা আগের থেকে অনেক বেশি নিরাপদ।
Published By: Hemant MaithilPosted: 12:37 PM Mar 26, 2025Updated: 12:37 PM Mar 26, 2025

হেমন্ত মৈথিল, লখনউ: আগের সরকারের আমলে ছিল 'এক জেলা, এক মাফিয়া'! আর এখন 'এক জেলা, এক মেডিক্যাল কলেজ', 'এক জেলা, এক পণ্য'। এভাবেই উত্তরপ্রদেশের পরিবর্তনকে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দাবি করলেন, তাঁর সরকারের আমলে উত্তরপ্রদেশে তৈরি হয়েছে নিরাপত্তার পরিবেশ। প্রত্যেক রাজ্যবাসী নিজেকে আগের থেকে অনেক বেশি নিরাপদ অনুভব করছেন।

Advertisement

উত্তরপ্রদেশের যোগী প্রশাসনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে গোরক্ষপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ''আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি গ্রাম, প্রত্যেক দরিদ্র ব্যক্তি, প্রত্যেক কৃষক, যুবক এবং অভাবী ব্যক্তিরা কোনও বৈষম্য ছাড়াই সরকারের প্রকল্পগুলি থেকে উপকৃত হবেন। সরকার এই প্রতিশ্রুতিগুলি পূরণ করেছে। নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে উন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলিতে সকলের প্রবেশাধিকার নিশ্চিত করেছে।''

সেই সঙ্গেই তাঁর দাবি, ''উত্তরপ্রদেশ এখন দেশের মধ্যে সবচেয়ে বেশি এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে এক নম্বরে। একটি চমৎকার হাইওয়ে নেটওয়ার্ক গড়ে উঠেছে। যার ফলে আন্তঃরাজ্য যোগাযোগ উন্নত হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লির মতো রাজ্যগুলির সঙ্গে আমাদের যোগাযোগ এখন অনেক শক্তিশালী।'' এরই সঙ্গে তাঁর দাবি, 'এক জেলা, এক মেডিক্যাল কলেজ', 'এক জেলা, এক পণ্য'র মতো পদক্ষেপের কারণে নতুন নতুন চাকরি সৃষ্টি হয়েছে। বিনিয়োগের নতুন যুগের সূচনা হয়েছে উত্তরপ্রদেশে।

যোগী আদিত্যনাথের দাবি, ২০১৭ সালের আগে গোরক্ষপুরের মতো শহরগুলিকে দেশের সবচেয়ে নোংরা এবং অগোছালো শহর হিসেবে বিবেচনা করা হত। আজ, উত্তরপ্রদেশের ১৭টি শহর স্মার্ট সিটিতে পরিণত হয়েছে। তাদের পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই শহরগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সমস্ত পৌর সংস্থাকে জেলা সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের যোগী প্রশাসনের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে গোরক্ষপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ।
  • সেখানেই তাঁর দাবি, 'এক জেলা, এক মেডিক্যাল কলেজ', 'এক জেলা, এক পণ্য'র মতো পদক্ষেপের কারণে নতুন নতুন চাকরি সৃষ্টি হয়েছে।
  • বিনিয়োগের নতুন যুগের সূচনা হয়েছে উত্তরপ্রদেশে।
Advertisement