সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। এই ঘটনায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকেই খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে ঘুমন্ত যুবককে হাতুড়ি দিয়ে খুনের পর গ্রাইন্ডার মেশিনে টুকরো করে দেহ ফেলা হয় গঙ্গায় এবং নালায়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের সম্ভলে। এই ঘটনায় অভিযুক্ত মহিলা রুবি ও তাঁর প্রেমিক গৌরবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তরফে জানা গিয়েছে, গত ১৮ নভেম্বর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন সম্ভলের চন্দৌসি এলাকার বাসিন্দা রুবি। দাবি করেন, কয়েকদিন ধরে তাঁর স্বামী রাহুলের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই ঘটনার পর গত ১৫ ডিসেম্বর ইদগা এলাকায় এক নালার মধ্য থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহাংশ। সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষা করে পুলিশ। দেখা যায়, দেহাংশের এক জায়গায় 'রাহুল' নামে উল্কি করা। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত। আশপাশের এলাকায় রাহুল নামে নিখোঁজ কেউ রয়েছেন কি না। জানা যায়, রুবি নামে ওই মহিলার স্বামীর নাম রাহুল। এরপরই তাঁকে থানায় তলব করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশি জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে নেন রুবি।
জেরায় পুলিশ জানতে পারে, গৌরব নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। ঘনিষ্ঠ অবস্থায় তাঁদের দেখে ফেলেছিলেন রাহুল। যার জেরেই রাহুলকে খুনের পরিকল্পনা করে দু'জন। ঘুমন্ত রাহুলকে প্রথমে হাতুড়ি দিয়ে হত্যা করা হয়। এরপর সেই দেহ টুকরো করে বস্তায় ভরে কিছুটা নালায় ও কিছুটা গঙ্গায় ফেলা হয়। যদিও শেষ পর্যন্ত উল্কির সূত্র ধরে এই খুনের কিনারা করল পুলিশ।
উল্লেখ্য, গত মার্চ মাসে একইরকম ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের মিরাটে। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগ গ্রেপ্তার হন স্ত্রী মুস্কান রস্তোগী এবং প্রেমিক সাহিল শুক্লা। সৌরভের দেহ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখবন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনায় সাড়া পড়ে যায় গোটা দেশে। এবার সেই উত্তরপ্রদেশের সম্ভলেও একই ঘটনা।
