সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোরে চোরে মাসতুতো ভাই। তাঁদের ক্ষেত্রে এই কথাটাই যেন প্রযোজ্য। কয়েকদিন আগে ঋণখেলাপি বিজয় মালিয়ার ৭০তম জন্মদিনের আগে লন্ডনে বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন আরও এক ঋণখেলাপি ললিত মোদি। একসঙ্গে তাঁদের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। সেই ঘটনার পর ফের একফ্রেমে দুই ‘চোর’। সম্প্রতি লন্ডনের একটি বিলাসবহুল পার্টিতে দেখা গিয়েছে দু’জনকে। সেখান থেকে একটি ভিডিও বার্তায় ললিতকে বিদ্রুপ করে বলতে শোনা গিয়েছে, “ভারতের সবচেয়ে বড় পলাতক আমরা।”
ললিত এবং বিজয়ের ওই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে ললতি বলেন, “চলো ইন্টারনেটে আবার শোরগোল ফেলে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয়। তোমাকে ভালোবাসি। পলাতক ব্যবসায়ীর সঙ্গে আরও এক পলাতক। আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক।” গত জুলাই মাসেও দুই ঋণখেলাপিকে লন্ডনে একটি ‘সামার পার্টি’তে দেখা গিয়েছিল। ওই পার্টির আয়োজন করেছিলেন ললিত। তিনি নিজেই সেখানকার ভিডিও শেয়ার করেন। একসঙ্গে গলা মিলিয়ে গান গাইতে দেখা যায় ললিত এবং বিজয়কে। তারপর থেকেই প্রশ্ন উঠছে, অবাধে বিচরণ করতে থাকা দুই ‘পলাতক’কে কেন দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে না?
উল্লেখ্য, বিজয়ের বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণ না মেটানোর অভিযোগ। একাধিক ব্যাঙ্কের সঙ্গে প্রতারণায় বিদ্ধ তিনি। দেশের তদন্তকারী সংস্থাগুলি তাঁকে হাতে পেতে মরিয়া। অথচ ব্রিটেনে বহাল তবিয়তে ঘুরছেন তিনি। জোর গলায় দাবি করছেন, তিনি চুরি করেননি। অন্যদিকে, ভারতের বাজারে হাজার হাজার কোটির দেনা রয়েছে ললিতের। মূলত আর্থিক তছরুপ মামলায় আইনি জটিলতা থেকে বাঁচতেই দেশ ছেড়েছিলেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি-সহ একাধিক ভারতীয় তদন্তকারী সংস্থা। কিন্তু দুই ঋণখেলাপি যেন সব নিয়মের উর্ধ্বে। গলাগলি করে ফুর্তিতেই দিন কাটাচ্ছেন তাঁরা।
